শেষ আপডেট: 28th January 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: চিনের তথ্য প্রযুক্তি সংস্থা ডিপিসিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (DeepSeeK AI) চালিত নতুন চ্যাটবট বাজারে এনে তোলপাড় ফেলে দিল। সম্প্রতি এটি আমেরিকার বাজারে এসেছে। অ্যাপেলের অ্যাপ স্টোরে ডাউনলোড করা যাচ্ছে। দেখা গেছে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বিনামূল্যের অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ডিপসিক। এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা এবং তুলনামূলক কম খরচে উন্নত প্রযুক্তি সরবরাহ করার দক্ষতাই ভিত নড়িয়ে দিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তির বাজারে।
বিশেষজ্ঞরা বলছেন, দুটি কারণে বাজার দখল করে নিচ্ছে ডিপসিক। এক, প্রযুক্তিগত দক্ষতা এবং দুই সাশ্রয়কর। মার্কিন সিলিকন ভ্যালির বিখ্যাত ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক আন্দ্রিসেন এই প্রযুক্তিকে AI জগতের “সবচেয়ে চমকপ্রদ ও অসাধারণ অগ্রগতি” হিসেবে অভিহিত করেছেন।
ডিপসিক জানিয়েছে, তাদের AI মডেলগুলো যুক্তরাষ্ট্রের তুলনায় উন্নত প্রযুক্তির। যেমন চ্যাটজিপিটি-র থেকে তারা কোনও অংশে কম নয়। বরং আরও দক্ষ। তাদের এআই মডেল তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৫.৬ মিলিয়ন ডলার। তুলনায় মার্কিন AI মডেলগুলো তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে।
ডিপসিক: একটি সংক্ষিপ্ত পরিচিতি (What is DeepSeek AI)
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর হ্যানজাওতে ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় ডিপসিক। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, একজন তথ্য ও ইলেকট্রনিক ক্ষেত্রে স্নাতক। নিজের প্রতিষ্ঠিত হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে তিনি ডিপসিক তৈরি করেন।
লিয়াং ওয়েনফেং প্রযুক্তিগত কৌশলে এনভিডিয়ার শক্তিশালী A100 চিপ সংগ্রহ করেছিলেন, যেগুলোর রফতানি বর্তমানে চীনের জন্য নিষিদ্ধ। তিনি এই উচ্চমানের চিপগুলো কম খরচের সহজলভ্য চিপের সঙ্গে মিলিয়ে AI প্রযুক্তি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, প্রায় ৫০,০০০ চিপ সংগ্রহ করার কারণেই তিনি ডিপসিককে এগিয়ে নিতে পেরেছেন।
সম্প্রতি তাকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং অন্যান্য শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে দেখা গেছে, যা ডিপসিকের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বকে বাড়িয়ে তুলেছে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা
ডিপসিকের AI চ্যাটবট অ্যাপ বর্তমানে অ্যাপলের স্টোর এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। এটি দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে।
অ্যাপটি ব্যবহারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে ব্যবহারকারীরা বলছেন, এটি লেখার ক্ষেত্রে “বেশি ব্যক্তিত্বপূর্ণ” এবং দ্রুত সমস্যার সমাধান করছে।
তবে, এটি কিছু রাজনৈতিক স্পর্শকাতর প্রশ্ন এড়িয়ে যায়। যেমন, তিয়েনআনমেন স্কোয়ারে ১৯৮৯ সালের ঘটনার বিষয়ে জানতে চাইলে এটি উত্তর দেয়, “আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি একজন AI সহকারী, যাকে সহায়ক ও নির্বিরোধী তথ্য দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।”
ডিপসিকের প্রযুক্তি কীভাবে মার্কিন বাজারে প্রভাব ফেলছে?
ডিপসিকের সাশ্রয়ী মডেল মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া, যারা উচ্চক্ষমতাসম্পন্ন AI চিপ সরবরাহ করে, সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ডিপসিকের তুলনামূলক কম খরচের AI প্রযুক্তি নিয়ে শঙ্কার ফলে নাসডাক প্রযুক্তি সূচক ৩% কমে গেছে। এনভিডিয়ার শেয়ারের দাম একদিনে ১৭% কমে গেছে, যার ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে।।
একসময় বাজারমূল্যের দিক থেকে শীর্ষে থাকা এনভিডিয়া বর্তমানে অ্যাপল এবং মাইক্রোসফটের পর তৃতীয় স্থানে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিপসিকের সাফল্য AI প্রযুক্তিতে মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
ডিপসিক প্রমাণ করেছে যে উন্নত AI প্রযুক্তি তৈরিতে শুধু উচ্চমানের চিপ এবং বিশাল বাজেটের প্রয়োজন নেই। তাদের সাশ্রয়ী পদ্ধতি ও উদ্ভাবনী প্রযুক্তি AI শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিশ্ববাজারে ডিপসিকের এই অগ্রগতি প্রযুক্তিগত দক্ষতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে চিনের প্রযুক্তি ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।