মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 26th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজনেস সামিটের পরেই, আজ, বুধবার পশ্চিমবঙ্গ সরকার ব্রিটেনের একাধিক কোম্পানির সঙ্গে একগুচ্ছ ব্যবসায়িক বৈঠকের (B2G) আয়োজন করেছে। এই বৈঠকের মূল লক্ষ্য হল, পশ্চিমবঙ্গ ও ব্রিটেনের মধ্যে শিল্প ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা। সম্ভাব্য বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ড. মনোজ পন্থ এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের প্রধান সচিব বন্দনা যাদব ব্রিটেনের শীর্ষ শিল্প নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন।
বার্কলেসের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন: বার্কলেস ব্যাংকের সিইও স্টিভেন ফ্লাহার্টি-র সঙ্গে আলোচনায় পশ্চিমবঙ্গে একটি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। এই কেন্দ্র স্থাপিত হলে এটি রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
এনার্জি স্টোরেজ প্রযুক্তিতে পরিত্যক্ত খনি ব্যবহারের পরিকল্পনা: গ্র্যাভিট্রিসিটি (Gravitricity)-র চেয়ারম্যান মার্টিন রাইটের সঙ্গে বৈঠকে পরিত্যক্ত খনি খাদগুলিকে শক্তি সংরক্ষণের কাজে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। গ্র্যাভিট্রিসিটি পুনর্নবীকরণযোগ্য শক্তি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষজ্ঞ, যা পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে সহায়ক হতে পারে।
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ শিল্পে যৌথ উদ্যোগ: স্কটিশ লাইফসায়েন্স অ্যাসোসিয়েশনের (Scottish Lifescience Association) সিইও স্কট জনস্টোনের সঙ্গে মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক সরঞ্জাম, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে যৌথ উদ্যোগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম শিল্পের প্রসারে এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
পশ্চিমবঙ্গে ভিসুভিয়াস গ্রুপের সম্প্রসারণ: ভিসুভিয়াস ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টর হেনরি নোলস, যিনি ভিসুভিয়াস গ্রুপের (Vesuvius Group) সাধারণ সম্পাদকও, তার সঙ্গে পশ্চিমবঙ্গে মেটাল ফ্লো ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
এই বৈঠকগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আকর্ষণ, শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।