শেষ আপডেট: 30th January 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনে বড় বিমান দুর্ঘটনা। চপারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বিমান। ঘটনার সময়ে বিমানে অন্তত ৬৪ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের ওই বিমানের সংঘর্ষ হয় মাঝ আকাশেই। তারপরই সেটি ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই বিপর্যয় ঘটেছে।
Webcam at the Kennedy Center caught an explosion mid-air across the Potomac. https://t.co/v75sxitpH6 pic.twitter.com/HInYdhBYs5
— Alejandro Alvarez (@aletweetsnews) January 30, 2025
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে ইতিমধ্যেই ডুবুরি নামানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। প্রাথমিক সূত্রে জানা গেছে, ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা যে আরও বাড়বে তার আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, নদী থেকে ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইনসের ৫৩৪২ নম্বর বিমানটি। এই দুর্ঘটনার পর আপাতত বিমান পরিষেবা বন্ধ রয়েছে ওই এলাকায়। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না।
বুধবার আবার দক্ষিণ সুদানে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। তাতে মাত্র একজন বেঁচে গেছেন, ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন সুদানের বাসিন্দা, দুজন চিন, দুজন উগান্ডা এবং একজন ভারতের বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনা কীভাবে হয়েছে সেই উত্তরও এখনও মেলেনি।