Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

যুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানের

ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্বলছে। ভারতীয় সময় শনিবার ভোর রাতে সেখানে বিস্ফোরণ হয়। তাতে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। 

যুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানের

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2025 02:22

দ্য ওয়ার ব্যুরো: ইরানের (Iran) রাজধানী তেহরানের (Teheran) আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্বলছে। ভারতীয় সময় শনিবার ভোর রাতে সেখানে বিস্ফোরণ হয়। তাতে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। শুক্রবার থেকেই ইরানের আকাশপথ অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ আছে।

এদিকে, তেহরানের বিস্ফোরণের কিছু সময় আগে ইজরায়েলের (Israel) উপর ক্ষেপণাস্ত্র হামলা (missile attack) শুরু করেছে ইরান। রাজধানী তেল আবিবকে নিশানা করে অন্তত একশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর। বৃহস্পতিবার মাঝরাতে ইরানের উপর ইজরায়েলের হামলা দিয়ে সংঘাতের শুরু। হামলায় ইরানি সেনার কুড়িজন সেনাকর্তা নিহত হন। তাঁদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও আছেন।

ইজরায়েলি সেনার দাবি, তারা প্রস্তুত ছিল। তাদের বিখ্যাত আয়রণ ডোম আকাশ নিরাপত্তা জাল ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র তেমন ক্ষতি করতে পারেনি। হামলায় একজন মহিলা মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

অনুমান করা হচ্ছে, দুই দেশই তথ্য আড়াল করছে। সরকারিভাবে প্রায় কিছুই বলা হচ্ছে না। বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলিকে স্থানীয় সংবাদমাধ্যমের উপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আল জাজিরা বলেছে, সম্ভবত, ওই মহিলাই প্রথম ইরানের হামলার বলি হন। তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি ইজরায়েলি প্রশাসন।

এদিকে, রাষ্ট্রসংঘের মহসচিব অ্যান্তেনিয় গুতেরেস ইরান ও ইসরায়েয়ের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। উদ্বেগের সঙ্গে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিস্ফোরণ এবং ইরানের পাল্টা জবাবে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছে। সব দেশকেই নিজেদের মতো করে কূটনৈতিক তৎপরতা শুরু করতে আর্জি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইরান হামলা শুরুর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন। বলেছেন, ইরানের হামলা বেশ কয়েকদিন ধরে চলতে পারে। তার আগেই অবশ্য সে দেশের মানুষ পানীয় জল, দুধ, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত করা শুরু করেছে।


ভিডিও স্টোরি