ভলোদিমির জেলেনস্কি, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন
শেষ আপডেট: 28th October 2024 08:33
দ্য ওয়াল ব্যুরো: আর দিন সাতেকের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ট ট্রাম্প নাকি কমলা হ্যারিস, আগামী পাঁচ বছর কার শাসনে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, তা নিয়ে চর্চায় মগ্ন সব দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিন্তা অনেকটাই বেশি। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সহযোগিতা কতটা অব্যাহত থাকবে তা নিয়ে চিন্তায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই অবস্থায় যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান চাইছেন তিনি।
এই পরিস্থিতিতে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর আস্থা জ্ঞাপন করলেন জেলেনস্কি। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী অবশ্যই পারেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে।
গত সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বসেছিল ব্রিকস সম্মেলন। ব্রাজিল-রাশিয়া-ভারত-চিন-দক্ষিণ আফ্রিকার এই অর্থনৈতিক জোটের শরিক সৌদ আরবও। কাজানে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধের বিরুদ্ধে জোরালো ভাষণ দেন। বলেন, ভারত যুদ্ধে বিশ্বাস করে না। বিশ্বাস করে আলোচনায়। সেই সঙ্গে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান চেয়েও সরব হন ভারতের প্রধানমন্ত্রী।
মোদী এমন সময় কথাটি বলেন, যখন চিনের সঙ্গে সীমান্ত অশান্তি দূর করতে আলোচনার মাধ্যমেই দুই দেশই সামরিক পর্যায়ে চুক্তিবন্ধ হয়েছে। কাজানেই চিনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়।
জেলেনস্কি বলেছেন, ভারত একটি বিশাল দেয়। বিপুল জনসংখ্যা। সেই দেশের প্রধানমন্ত্রী অবশ্যই পারেন যুদ্ধ থামাতে অগ্রণী হতে। তবে ইউক্রেন প্রেসিডেন্টের মতে, শুধু মুখের কথায় কাজ হবে না। যুদ্ধবাজ পুতিনকে দমাতে হলে রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ তৈরি করতে হবে। ভারতের সঙ্গে জ্বালানি বিষয়ে রাশিয়ার বোঝাপড়াকে ইঙ্গিত করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, মস্কোর সঙ্গে চুক্তি বাতিল করে চাপ তৈরি না করলে যুদ্ধ থামানো কঠিন।
ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, শীত পড়তে শুরু করেছে। এই সময় নাগরিকদের জ্বালানির চাহিদা মেটাতে আমরা পরিকল্পিতভাবে এগচ্ছি। তারমধ্যে যুদ্ধও চালাতে হচ্ছে। রাশিয়া ইউক্রেনের বেশ কিছু শিশুকে আটক করেছে জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, ওই শিশুগুলিকে মস্কো আগে ভারতের হাতে হস্তান্তর করতে পারে। তারপর ভারত আমাদের কাছে ফেরত পাঠাল। ভারত বিষয়টি নিয়ে এভাবে ভাবতে পারে।