শেষ আপডেট: 28th January 2024 08:59
দ্য ওয়াল ব্যুরো: ভিডিও শুরু হচ্ছে গালে ঠাস ঠাস করে চড় মারা দিয়ে। শুধু চড়ই নয়, কিল-লাথি, এমনকী জুতোপেটাও করা হল! সাকুল্যে ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিও! পাকিস্তানের খ্যাতনামা কাওয়ালি গায়ক রাহাত ফতেহ আলি খানের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কর্মচারীকে অকথ্য মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল সাইটে।
ভিডিওয় মারধরের সঙ্গে বারে বারে পাকিস্তানের সঙ্গীত শিল্পীকে বলতে শোনা যায়, “কোথায় আমার বোতল!”
Famous singer Rahat Fateh Ali khan beating his servent for bottle of Alcohol pic.twitter.com/9DZwYxgPmV
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 27, 2024
সুরেলা কণ্ঠের জন্য খ্যাতনামা গায়ক রাহাত ফতেহ আলি খানের এমন আচরণ দেখে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল সাইটে। ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'মদের বোতল না পেয়ে নিজের ব্যক্তিগত কর্মচারীকে মারধর করছেন সঙ্গীত শিল্পী!' কমেন্টে বক্সে এক আইনজীবীর দাবি, মদের জন্য অতীতেও এমন একাধিক ঘটনার নজির রয়েছে ফতেহ আলি খানের। নিন্দার ঝড় বইতে শুরু করে সোশ্যাল মাধ্যমে। তাঁকে বয়কটের আহ্বান জানান অনেকে।
পাকিস্তানের সামা টিভিও এ ব্যাপারে সঙ্গীত শিল্পীর আচরণের তীব্র নিন্দা করে খবর প্রকাশ করে। এর কিছু পরেই সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করেন শিল্পী নিজে। তাতে ফতেহ আলি খানের সঙ্গে দেখা যায় প্রহৃত ওই কর্মচারীকেও। শিল্পীর দাবি, “বোতলে পবিত্র জল ছিল। সেটা না পেয়েই মাথাগরম করে ওর গায়ে হাত দিয়েছিলাম। ওর কাছে ক্ষমাও চেয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।”
Update : Rahat Fateh Ali Khan ( @RFAKWorld )issued a clarification regarding his viral video, There was holy water in the bottle pic.twitter.com/oIStHwWXFp
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 27, 2024
মনিবের হাতে কিল-চড়-লাথি খাওয়া সেই কর্মীকেও বলতে শোনা যায়, “ভুলটা আমারই। বোতলে যে পবিত্র জল রয়েছে, সেটা বুঝতে পারিনি। উনি আমার বাবার মতো স্নেহ করেন। ওনার বদনাম করার জন্যই কেউ এই ভিডিও শেয়ার করেছেন।“
তবে পুরো ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে পাকিস্তানের এই খ্যাতনামা গায়ক। নেটিজেনদের দাবি, মদ্যপ অবস্থায় কর্মচারীকে মারধর করার পর নিজের ইমেজ বাঁচাতে সেই কর্মীকে চাপ দিয়েই পাল্টা ভিডিও তৈরি করেছেন পাকিস্তানি গায়ক।