শেষ আপডেট: 2nd January 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে আমেরিকার নিউ অরলিন্স শহরের বুরবোন স্ট্রিটে গাড়ি চালিয়ে ১৫ জনকে পিষে মেরেছেন সামসুদ-দিন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩৫ জন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নিজের সাদা রঙের গাড়ি নিয়ে আচমকাই বেশ কয়েকজনকে পিষে দিচ্ছেন সামসুদ-দিন।
এই ঘটনার একমাত্র হত্যাকারী সামসুদ-দিন জব্বার একজন আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি ছিল বলে মনে করছেন সে দেশের তদন্তকারী সংস্থা এফবিআই। তার গাড়িতে আইএস-এর পতাকাও লাগানো ছিল বলে জানা গেছে। ৪২ বছর বয়সি সামসুদ-দিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ানও। পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার মুহূর্তের যে ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, ধীরে ধীরে নিজের সাদা গাড়ি নিয়ে এগোচ্ছেন সামসুদ-দিন। তারপর রাস্তার এক মোড় আসতেই আচমকা গতি বাড়িয়ে ঢুকে যান তিনি। বর্ষবরণের রাতে স্বাভাবিকভাবেই সেখানে ভিড় ছিল মানুষের। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও ৫ জন।
Shamsud Din Jabbar was able to plow onto Bourbon Street from Canal Street in New Orleans, in his pickup truck with an ISIS flag, because the steel barriers weren’t raised.
— Paul A. Szypula ???????? (@Bubblebathgirl) January 1, 2025
Government officials need to be fired and indicted for this gross incompetence.pic.twitter.com/aMHmA05aLT
মার্কিন পুলিশ ও গোয়েন্দা কর্তারা জানিয়েছেন, গাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। মনে করা হচ্ছে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে এক পর্যায়ে নেমে গিয়ে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো উদ্দেশ্য ছিল ওই জঙ্গির। গাড়ি থেকে নেমে গুলি চালাতে চালাতে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার আগেই নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয় সে।
New horrific video of the terrorist attack in New Orleans, look at how fast that SOB was going when he targeted people on the street pic.twitter.com/bYbGGSrxyr
— Vince Langman (@LangmanVince) January 1, 2025
টেক্সাসের বাসিন্দা ওই ব্যক্তির আইএস যোগ খতিয়ে দেখছে পুলিশ। গোয়েন্দারা মনে করছেন, নিহত জঙ্গি একা নন, গোটা ঘটনার পিছনে বড় চক্রের হাত আছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি ২০২৪ মডেলের টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটে। ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তাঁর দাবি, গাড়িটিতে বিশেষ নকশা রয়েছে, ফলে বিস্ফোরণের প্রভাব কমিয়ে দিয়েছে। সেই সঙ্গে হোটেলটিকে বড়সড় ক্ষতি থেকে বাঁচিয়েছে।
কিন্তু কীভাবে হল এই বিস্ফোরণ? জানা গেছে, আতশবাজি, গ্যাস ট্যাঙ্ক এবং পেট্রোল ব্যবহার করে ডেটোনেশন সিস্টেমের সাহায্যে হামলা চালানোর চেষ্টা করেছিলেন ওই গাড়ির চালক। আর নিউ অরলিন্সে যে গাড়ি নিয়ে হামলা হয়েছে সেই গাড়ি এবং এই গাড়ি একই জায়গা থেকে ভাড়া নেওয়া হয়েছিল। এই ঘটনায় এলন মাস্কের বক্তব্য, সন্ত্রাসীরা ভুল গাড়ি বেছে নিয়েছিল।