Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Iran Israel Conflict

ইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের

ইরান হঙ্কার দিয়েছিল যে তারা ইজরায়েলকে ঘুমোতে দেবে না! এই হুঁশিয়ারির পরই হল পাল্টা হামলা।

ইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের

ফাইল ছবি

শেষ আপডেট: 14 June 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের (Israel) বিমান হানার ২৪ ঘণ্টার মধ্যেই চরম প্রত্যাঘাত করল ইরান (Iran)। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আছড়ে পড়ে তেল আভিভের (Tel Aviv) দক্ষিণাঞ্চলে — যেখানে অবস্থিত ইজরায়েল সেনাবাহিনী ‘আইডিএফ’-এর সদর দফতর (IDF)। এই হামলায় প্রতিরোধে কার্যত ব্যর্থ হয়েছে ইজরায়েলের গর্বের ‘আয়রন ডোম’ (Iron Dome)। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

বৃহস্পতিবার ইরানের (Iran) পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কেন্দ্রের ওপর হামলা চালিয়েছিল ইজরায়েল (Israel)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আক্রমণ করে তাঁরা। তখনই ইরান হঙ্কার দিয়েছিল যে তারা ইজরায়েলকে ঘুমোতে দেবে না! এই হুঁশিয়ারির পরই হল পাল্টা হামলা।

 

বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে ভিডিওগুলিতে দেখা যাচ্ছে — তেল আভিভের একদম কেন্দ্রে এসে পড়ছে মিসাইল। ভিডিওর এক অংশে এও দেখা গেছে, আয়রন ডোম থেকে ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ব্যর্থ হচ্ছে এবং শেষমেশ ইজরায়েলি সেনা সদর দফতরে আঘাত করছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র।

১৯ সেকেন্ডের এক ক্লিপে ধরা পড়েছে — মারাত্মক বিকট শব্দ ও আলোয় কেঁপে উঠছে গোটা এলাকা। শুধু আইডিএফ সদর দফতর নয়, ওই অঞ্চলেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক দফতর, যা আরও উদ্বেগ বাড়িয়েছে ইজরায়েলি প্রশাসনের মধ্যে।

এদিকে, আমেরিকা ইজরায়েলি হানার বিষয়ে কোনও মন্তব্য করেনি। হাত ধুয়ে ফেলেছে। ব্রিটেন দুপক্ষকে সংযমী হওয়ার বার্তা দিয়ে চুপ রয়েছে। শুক্রবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনের মধ্যে শান্তি-আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন মোদী। কিন্তু দেখা গেল, তাতে কোনও লাভ হয়নি। বরং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও দ্বিগুণ হল।


ভিডিও স্টোরি