শেষ আপডেট: 14th February 2025 08:02
এর আগে, গত নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পে টেলিফোনে কথা হয় দু'বার। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশেষ দূত হিসেবে যোগও দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেন এবং জানুয়ারিতে বিদেশমন্ত্রীদের বিশেষ বৈঠক কোয়াড (QUAD)-এ অংশ নেন।
এর পরে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর আমেরিকা সফরের আমন্ত্রণ পাওয়া প্রথম বিশ্বনেতাদের মধ্যে একজন মোদী। ট্রাম্প নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে তিনি এই সফরে এলেন। তাঁর সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাওত্রা।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, টেসলা সিইও ইলন মাস্ক, ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড-- সকলের সঙ্গেই আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী এই সফরের আগে তিন দিনের ফ্রান্স সফরও করেন। ফ্রান্সে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মোদী ও ভ্যান্স দম্পতিকে একসঙ্গে কফি খেতে দেখা যায় এবং প্রধানমন্ত্রী মোদী ভ্যান্সের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান, উপহার দেন।