শেষ আপডেট: 29th September 2023 16:14
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে হোক কিংবা মাতৃত্ব, আজকাল ফটোশ্যুট করে জীবনের বিশেষ বিশেষ অধ্যায়কে উদযাপন করার চল দেখা যায়। নিজেদের সাধ্যমতোই অনুষ্ঠানের আয়োজন করেন হবু বাবা-মায়েরা। সেইমতো বেছে নেন বিভিন্ন ধরনের থিমও। যেমন অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে গর্ভে শিশুর একটু একটু করে বেড়ে ওঠা মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে চায় হবু মায়েরা। তাই প্রেগন্যান্সিতে ফটোশ্যুট দিনকেদিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে গর্ভাবস্থার সেই শ্যুটে অন্ত্যেষ্টির থিম দেখেছেন কখনও? হ্যাঁ, ঠিকই পড়ছেন। কোনও রূপোলি পর্দার গল্প নয়, বাস্তবে এমনই থিম বেছে নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণী। নেটদুনিয়ায় ছড়িয়ে পডেছে সেই অভিনব থিমের প্রেগন্যান্সির ফটোশ্যুট।
সম্প্রতি মার্কিন মুলুকের এক তরুণী যেভাবে মাতৃত্ব উদযাপন করেছেন তা দেখে অনেকেই চমকে গিয়েছেন। কাণ্ডটি ঘটিয়েছেন চেরিদান লজসন। বছর তেইশের এই তরুণী গর্ভবতী হওয়ার অনুভূতি অন্য রকমভাবে ‘সেলিব্রেট’ করতে চেয়েছিলেন। ঠিক কেমন ছিল তাঁর প্রেগন্যান্সি ফটোশ্যুট? রীতিমতো কালো গাউন পরে বিভিন্ন পোজে ছবি তোলেন তিনি। তাঁর পরনের পোশাক থেকে শুরু করে শ্যুটের পরিবেশ সবেতেই ছিল অন্ত্যেষ্টির ‘থিম’!
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
অদ্ভুত থিমের সেই ক্যামেরাবন্দি মুহূর্তগুলি ফেসবুকে পোস্ট করেছেন চেরিদান। যা মুহূর্তে হয়ে যায় ভাইরাল। আসলে অন্তঃসত্ত্বায় ফটোশ্যুটে বেশ রঙীন ঝলমলে পোশাকেই হবু মা-কে সচরাচর দেখা যায়। প্রেগন্যান্সির ফটোশ্যুটে কখনও কখনও ফ্রেমবন্দি হন হবু বাবারাও। আর সেই চেনা ছবির থেকে এক্কেবারে ভিন্ন ধরনের দৃশ্যই নজরে এসেছে চেরিদানের শ্যুটে। যা দেখে আঁতকে উঠেছেন অনেক নেটাগরিকই।
ফেসবুকে চেরিদানের শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, পেছনে টাঙানো কালো পর্দায় চোখের জল মুছছেন বহু মা। হাতে ধরা রয়েছে কয়েকটি মাতৃগর্ভে থাকা ভ্রূণের ছবি। কিন্তু কেনই বা এমন আজব কাণ্ড ঘটালেন? যার কারণও পোস্টে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার ফলে তাঁর নিঃসন্তান জীবনের মৃত্যু ঘটেছে! যদিও নিছকই মজার ছলেই যে তিনি এমন থিম বেছে নিয়েছেন তা বলাই বাহুল্য! এপ্রসঙ্গে চেরিদান লিখেছেন যে জীবনের নতুন অধ্যায় শুরু করার মুহূর্তে তিনি যথেষ্ট উত্তেজিত। যদিও এমন থিম বেছে নেওয়ায় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন চেরিদান। তবে সন্তান জন্মদানের মতো জীবনের শুভ অধ্যায়কে এমনভাবে ব্যাখ্যা করায় তরুণীকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।