শেষ আপডেট: 4th February 2025 08:02
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই সেদেশে বসবাসকারী প্রায় ৭,২৫,০০০ ভারতীয়ের থরহরি কম্প দশা হয়েছিল। ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনেই ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে, অবৈধ অভিবাসী বা বিনা অনুমতিতেতে বসবাসকারী মানুষকে ফেরত পাঠাবে ওয়াশিংটন প্রশাসন।
এই আবহে ক'দিন আগেই কলম্বিয়া-সহ বেশ কিছু দেশে 'অবৈধ অভিবাসীদের' ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার সামরিক বিমানে করে ভারতীয়দের দেশে পাঠাচ্ছেন সে দেশের প্রেসিডেন্ট। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে 'ডিপোর্ট' করল আমেরিকা।
এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল।
আমেরিকায় ভারতীয় অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, "ভারত সঠিক কাজ করবে"। এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই আবহে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল, কোনও ভারতীয় নাগরিক যদি অবৈধ ভাবে আমেরিকায় বসবাস করে থাকে তাহলে তাদের ফেরত নিতে কোনও আপত্তি নেই ভারতের।
পিউ রিসার্চ রিপোর্ট (Pew Research report) ২০২৪ অনুযায়ী, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়রা হল তৃতীয় বৃহত্তম। আমেরিকায় সবথেকে বেশি অবৈধ অনুপ্রবেশকারী হল মেক্সিকোর, দ্বিতীয় স্থানে রয়েছে সালভাদোরের বাসিন্দারা। গত বাইডেন প্রশাসন ২০২৪ অর্থবর্ষে ১৫০০ ভারতীয়কে প্রত্যপর্ণ করেছিল। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ২০২৪ সালে ১৯২টি দেশের ২,৭০,০০০ পরিযায়ীকে দেশ থেকে বিতাড়িত করেছিল। যার মধ্যে ভারতীয় ছিলেন ১৫২৯ জন।