Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়ে
India Pakistan Ceasefire

'নিশ্চিতভাবে যুদ্ধবিরতিতে সাহায্য করেছি, বাণিজ্যের কথা শুনে ভারত-পাক দু'পক্ষই খুশি', ফের কৃতিত্ব নিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল, ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শর্ত ছিল, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

'নিশ্চিতভাবে যুদ্ধবিরতিতে সাহায্য করেছি, বাণিজ্যের কথা শুনে ভারত-পাক দু'পক্ষই খুশি', ফের কৃতিত্ব নিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 16 May 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকার মানতে চায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতির উদ্দেশে ভাষণে এমন কিছু বলেননি। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বারংবার দাবি করছেন যে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) তাঁর জন্যই সম্ভব হয়েছে। তিনি সম্ভাব্য পরমাণু যুদ্ধও আটকেছেন বলে দাবি করেছেন। ট্রাম্পের এই সব মন্তব্য নিয়ে তো বিশ্বজুড়ে চর্চা চলছে। এরই মধ্যে ফের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, বাণিজ্যের (Trade) কথা শুনে দুই দেশই খুব খুশি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল, ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শর্ত ছিল, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। একে অপরকে হামলা করা থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি কাতারে মার্কিন সেনার বেসে গেছিলেন ট্রাম্প। সেখানে বক্তব্য পেশ করে তিনি আবারও ভারত-পাক ইস্যুতে মুখ খোলেন। বলেন, 'নিশ্চিতভাবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সাহায্য করেছি। নাহলে পরিস্থিতি আরও আরও খারাপ হয়ে যেতে পারত।'

কাতারে মার্কিন সেনার ওই ক্যাম্পে ভাষণ দিয়েই ট্রাম্প ফের মনে করিয়ে দেন, কীভাবে বাণিজ্যের কথা বলে তিনি ভারত-পাকিস্তানকে ঠান্ডা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ''আমি শুধু সাহায্য করেছি বললে ভুল হবে। নিশ্চিতভাবে সাহায্য করেছি। হঠাৎ করেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে মিসাইল ছুড়তে শুরু করেছিল। না থামালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত।'' ট্রাম্পের সংযোজন, ''ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করব বলে প্রস্তাব দিয়েছি। তাতে পাকিস্তান খুবই খুশি। আর ভারতও রাজি হয়েছে। আমার মনে হয় এবার তাঁরা সংঘাতের রাস্তা থেকে সরে আসবে।''

এর আগে ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা নাকি হাজার বছরের, আর তিনি তার সমাধান করতে চান। এদিনও তিনি এই প্রসঙ্গে বলেন, ''আমি ওদের সমস্যার সমাধান করে দিতে পারব। আমি সব সমস্যার সমাধান করতে পারি। এটাও করে দেব। স্পষ্টভাবে বলতে পারি, আমার প্রস্তাবে ওরা খুশি হয়েছে। আগামী দিন সব ঠিক হয়ে যাবে।''

ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে, জম্মু-কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কিন্তু ট্রাম্প নিজেই বারবার এই ইস্যুতে কথা বলে যাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করার আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর সঙ্গে রাতভর আলোচনার পর দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সেই নিয়ে এখনও পর্যন্ত পাল্টা প্রতিক্রিয়া দেয়নি ভারত। এখন দেখার নতুন করে নয়াদিল্লি কিছু বলে কিনা।


ভিডিও স্টোরি