শেষ আপডেট: 5th November 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: আজ আমেরিকায় রায়দানের পালা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস, দুই যুযুধানের কার ঝুলিতে 'দেশী' ভোট গেল তা জানা যাবে আগামী ১৩ ডিসেম্বর। ওই দিন ইলেক্টরেরা যখন সংশ্লিষ্ট প্রাদেশিক রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন।
মার্কিন ভোটারেরা হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট, ব্যালট মার্কিং ডিভাইস (বিএমডি), ডাইরেক্ট রেকর্ডিং ইলেক্ট্রনিক (ডিআরই)- এই তিন পদ্ধতির মাধ্যমে ভোট দেন।
কাগজের ব্যালট এবং বিএমডি-তে দেওয়া ভোটগুলি 'অপটিক্যাল স্ক্যানার' দিয়ে স্ক্যান করা হয়। স্বয়ংক্রিয় ভাবে এতে ফলাফল নথিভুক্ত করা যায়। যান্ত্রিক পদ্ধতিতে গণনার পাশাপাশি প্রয়োজনে হাতেও ভোটগণনার ব্যবস্থা আছে। এ ছাড়া কয়েকটি প্রদেশে আগাম ভোটের ক্ষেত্রে চালু 'মেইল ইন ব্যালট' ব্যবস্থায় দেওয়া ভোটের বৈধতা যাচাই এবং গণনার প্রক্রিয়াও রয়েছে। ১১ ডিসেম্বরের মধ্যে প্রাদেশিক নির্বাচন কর্তৃপক্ষকে ফলাফল ফেডেরাল কর্তৃপক্ষকে হস্তান্তর করতে হবে।
আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা শেষ মুহূর্তে ইস্যুভিত্তিক সমর্থনের কথাই ভাবছেন। এ কথা একাধিক সমীক্ষাই বলছে। যার শীর্ষে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বী দলের অভিবাসন নীতি।
হিন্দুস্তানটাইমস ডট কম ইন্দো-মার্কিনদের সঙ্গে কথা বলে আসন্ন ভোটে তাঁদের মনের কথা জানতে চেয়েছিল। তাতে তাঁরা দুই প্রার্থীর বিভিন্ন প্রতিশ্রুতির ইস্যু নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। দ্য ইন্ডিয়ান-আমেরিকান অ্যাটিটুডস সার্ভে (IAAS) জানিয়েছে, ৬১ শতাংশ ইন্দো-মার্কিন কমলা হ্যারিসের পক্ষে। অন্যদিকে, মাত্র ৩১ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত ভোটারের পছন্দ ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় আমেরিকান হল একটি উল্লেখযোগ্য ও বাড়তে থাকা ভোটার সংখ্যা। যাদের ইস্যুগুলিকে কোনও দলই উপেক্ষা করতে পারে না। মার্কিন ভোটের ফলাফলে এই গোষ্ঠীটি প্রার্থীর ভাগ্য গড়ে দিতেও পারে। আমেরিকায় এখন আনুমানিক ৫২ লক্ষ ইন্দো-মার্কিনের বাস, যাঁদের মধ্যে প্রায় ২৬ লক্ষ ভোটার রয়েছেন। এই ভোটারদের রাজনৈতিক পসন্দ-নাপসন্দ দিনদিন প্রভাব ফেলছে, বিশেষত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রদেশগুলিতে।
অতীতের পর্যবেক্ষণ বলছে, ইন্দো-মার্কিনরা বরাবর ডেমোক্রাটিক পার্টির দিকে ঝুঁকে থাকেন। তবে সম্প্রতি সেই প্রবণতায় কিছুটা বাঁক এসেছে। ২০২৪ সালের ওই সমীক্ষা অনুযায়ী মাত্র ৪৭ শতাংশ ইন্দো-আমেরিকান এখন ডেমোক্র্যাটদের পক্ষে। ২০২০ সালে যেটা ৫৬ শতাংশ ছিল। অপরপক্ষে রিপাবলিকানের পক্ষে রয়েছেন ২১ শতাংশ, যা ২০২০ সালে ছিল ২২ শতাংশ। নির্দলের পক্ষে রয়েছেন ২৬ শতাংশ, যা ২০২০তে ছিল ১৫ শতাংশ। বিশেষত যুবসমাজ এবং পুরুষ ভোটারদের মধ্যে ভাঙনের এই প্রবণতা বেশি।
ডেমোক্র্যাটিক প্রার্থী তথা দেশের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ক্ষেত্রেও সমর্থনের ভার কিছুটা কমেছে। প্রায় ৬১ শতাংশ ইন্দো-মার্কিন কমলাকে ভোট দেবেন বলে জানালেও জো বাইডেনের থেকে প্রায় ৭ শতাংশ সমর্থন কমেছে। ২০২০ সালে বাইডেন পেয়েছিলেন ৬৮ শতাংশ ভোট। সেখানে এবার কমলাকে ভোট দিতে পারেন ৬১ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত। ডোনাল্ড ট্রাম্পের দিকে ২০২০ সালে ছিল ২২ শতাংশ, এবার তা ১০ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৩১-এ।