শেষ আপডেট: 15th March 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিসের ইরাকি প্রধান আবদুল্লা মাকি মেসলেহ আল-রিফাই ওরফে আবু খাদিজাকে এক যৌথ অপারেশনে খতম করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা করে বলেছেন, আইসিসের ইরাকের একনম্বর নেতা আবু খাদিজা সহ আরও বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাকে একটি যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আইসিসের এই নেতা সকলের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে আমেরিকা, ইরাকি এবং কুর্দ বাহিনী চর মারফত খবরের ভিত্তিতে বিমান-ড্রোন হামলা চালায়।
ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই অভিযানের সত্যতা স্বীকার করেছেন। আবু খাদিজাকে ইরাকের পক্ষে এবং বিশ্বের সামনে সবথেকে বিপজ্জনক জঙ্গিদের একজন বলে ব্যাখ্যা করেন। এক্স বার্তায় তিনি ইরাকি বাহিনী ও আমেরিকা নেতৃত্বাধীন জোট বাহিনীর কৌশলের তারিফ করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাকের লাগাতার লড়াইয়ে আবু খাদিজাকে খতম করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ট্রাম্প নিজেও এক বার্তায় জানান, আজ লুকিয়ে বেড়ানো ইরাকের আইসিস নেতাকে মেরে দেওয়া হয়েছে। আমাদের লড়াকু যোদ্ধারা খুঁজে বের করে তাঁকে খতম করেছে। ট্রাম্পের ওই পোস্টের পরই হোয়াইট হাউসের তরফে এয়ারস্ট্রাইকের ভিডিও পোস্ট করে। আবুর দুঃখজনক জীবনের অন্ত হয়ে গিয়েছে। তাঁর সঙ্গেই আইসিসের আরও কয়েকজন সদস্যকে মেরে দিয়েছে যৌথ বাহিনী।
আইসিসের সর্বোচ্চ সারির নেতাদের মধ্যে একজন হলেন আবু খাদিজা। সংগঠনে তাঁর প্রভাব বিরাট। তাঁর নেতৃত্বদানের ক্ষমতা ও কমান্ড কাঠামোর ভূমিকার জন্য তিনি আইসিসের প্রধান হওয়ার দাবিদার হয়ে উঠছিলেন। বর্তমানে আইসিসের দ্বিতীয় স্থানে থাকলেও কিছুদিনের মধ্যেই তাঁর সর্বোচ্চ কমান্ডার বা খলিফা হওয়ার কথা ছিল। সূত্রে জানা গিয়েছে, ইরাকের পশ্চিমাংশের আল আনবার প্রদেশে অভিযান চালানো হয়। উল্লেখ্য, শুক্রবার ওই অভিযানের সময়ই সিরিয়ার বিদেশমন্ত্রী ইরাক সফরে ছিলেন।