ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প জানিয়ে দিলেন, হয় চুক্তিতে সই করো, নয়তো মরো।
প্রেসিডেন্ট বলেন, আমি ইরানকে চুক্তিতে রাজি করাতে একের পর এক সুযোগ দিয়েছি।
শেষ আপডেট: 13 June 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইজরায়েলি হানাদারির চেয়েও বড় হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিন, রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলির আনা রাষ্ট্রসঙ্ঘের পরমাণু শক্তি নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাব গৃহীত হওয়ার একদিন পরই হুঁশিয়ার করলেন ট্রাম্প। এবং আমেরিকা-ইরান পরমাণু চুক্তি সই সংক্রান্ত আলোচনার একদিন আগে তথা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প জানিয়ে দিলেন, হয় চুক্তিতে সই করো, নয়তো মরো।
পরমাণু নিরস্ত্রীকরণে ইরান সম্মত না হলে কী করা হবে তা নিয়েও হুমকি দিয়েছেন ট্রাম্প। তেহরানকে তিনি সাবধানবাণী শুনিয়ে বলেছেন, এরপরে কী হবে তা ঠিক করা হয়ে গিয়েছে। একেবারে সর্বশক্তিতে আক্রমণ হবে। পরমাণু চুক্তিতে রাজি না হলে, এর থেকেও নিষ্ঠুর হামলার জন্য তৈরি থাকতে হবে ইরানকে।
প্রেসিডেন্ট বলেন, আমি ইরানকে চুক্তিতে রাজি করাতে একের পর এক সুযোগ দিয়েছি। ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ওরা যা আঁচ করছে, তার থেকেও অনেক ভয়ঙ্কর কিছু ওদের জন্য অপেক্ষা করছে। এরমধ্যেই অনেক মৃত্যু ও ধ্বংস প্রত্যক্ষ করেছে ইরান। কিন্তু, আমরা এটাকে কসাইখানায় পরিণত করে দেব, তার জন্য সময় রাখা আছে। ইতিমধ্যেই ঠিক করা হামলা হবে আরও ভয়ঙ্কর, যাতে সব শেষ হবে।
ট্রাম্প আরও বলেছেন, ইরানের কট্টরপন্থীরা যারা এতদিন বাধা দিয়ে এসেছে, তারা সকলেই আজ মৃত। তেহরানকে শেষ হুমকির মতো বলেন, একেবারে দেরি হয়ে যাওয়ার আগে সই করুন। এরপর সেখানে আর কিছুই থাকবে না। ইরানি সাম্রাজ্য বলে একসময় যা বিখ্যাত ছিল, তাকে বাঁচিয়ে রাখুন।
ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ইজরায়েলি হামলার কথা তিনি আগেভাগে জানতেন। তেহরান কোনওভাবেই পরমাণু বোমা হাতে রাখতে পারবে না। ইজরায়েলও এই হামলার পর জানিয়েছে, পরমাণু কর্মসূচি বাতিল করা ছাড়া ইরানের সামনে এখন আর কোনও রাস্তা খোলা নেই।