শেষ আপডেট: 9th February 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকার নিতে চলেছেন মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যান। মোদীকে 'সবচেয়ে আকর্ষণীয় মানুষ' বলে উল্লেখ করে ফ্রিডম্যান জানিয়েছেন, এই আলাপচারিতাপ জন্য তিনি রীতিমতো মুখিয়ে আছেন। শুধু তাই নয়, পডকাস্টের আগে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে ফ্রিডম্যান ৪৮ থেকে ৭২ ঘণ্টার উপবাসের পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন।
এটিই ফ্রিডম্যানের প্রথম ভারত সফর। এক্স হ্যান্ডেলে এই সেলেব পডকাস্টার লিখেছেন, 'আমি কখনও ভারতে আসিনি, তাই এই বৈচিত্র্যময় ও ঐতিহাসিক সংস্কৃতি এবং অসাধারণ মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ...ধ্যান ও আত্মপর্যালোচনার একটি ভাল সুযোগ হতে চলেছে মোদীর সাক্ষাৎকার।'
লেক্স ফ্রিডম্যান ২০১৮ সাল থেকে পডকাস্ট পরিচালনা করছেন। প্রথমে এটি ছিল 'দ্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পডকাস্ট', পরে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে 'দ্য লেক্স ফ্রিডম্যান পডকাস্ট' রাখা হয়। তিনি ইতিমধ্যেই বহু বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন টেকনোলজি জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এলন মাস্ক, আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেটা-র সিইও মার্ক জুকারবার্গ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ফ্রিডম্যানের ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় ৫০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর আলোচনায় সাধারণত বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, দর্শন, চেতনা, বুদ্ধিমত্তা, প্রেম ও ক্ষমতা নিয়ে গভীর বিশ্লেষণ থাকে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে এটি হবে দ্বিতীয় পডকাস্ট সাক্ষাৎকার। এর আগে, তিনি নিখিল কামাতের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। এর পরে ফ্রিডম্যানের সঙ্গে তাঁর সাক্ষাৎকারও যে দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।