শেষ আপডেট: 6th March 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: ফ্লোরিডার একটি টিফানি অ্যান্ড কো. (Tiffany & Co.) স্টোর থেকে প্রায় ৬.৬ কোটি টাকার হিরের দুল চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তিনি এই হিরের দুল গিলে ফেলেছিলেন। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী জেথান লরেন্স গিল্ডার নামের ওই ব্যক্তি ২৬ ফেব্রুয়ারি অরল্যান্ডো ম্যাজিক বাস্কেটবল দলের প্রতিনিধির পরিচয় দিয়ে টিফানি অ্যান্ড কো.-এর জুয়েলারি স্টোরে ঢুকে পড়েন।
এরপর তিনি দুই জোড়া দামি হিরের দুল নিয়ে পালিয়ে যান। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চুরি হওয়া দুলগুলোর মধ্যে এক জোড়ার ওজন ছিল ৪.৮৬ ক্যারেট এবং দাম ছিল প্রায় ১.৩ কোটি টাকা (১,৬০,০০০ ডলার)। আরেকটি ৮.১০ ক্যারেটের দুলের জোড়ার মূল্য ছিল প্রায় ৫.৩ কোটি টাকা (৬,০৯,৫০০ ডলার)।
অরল্যান্ডো পুলিশ গিল্ডারকে ইন্টারস্টেট ১০-এ গাড়ি থামিয়ে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে প্রতিরোধের অভিযোগ আনা হয়, তবে তখনও তাঁর বিরুদ্ধে চুরির মামলা করা সম্ভব হয়নি। কারণ চুরি হওয়া হিরের দুলের কোনও হদিস পাওয়া যায়নি।
এরপর জেলে গিয়ে গিল্ডার জিজ্ঞাসা করেন, 'আমার পেটে যা আছে, সেটা নিয়ে কি আমাকে অভিযুক্ত করা হবে?' এই মন্তব্যের পর সন্দেহ দানা বাঁধে। পরে তার শারীরিক স্ক্যানিং করলে দেখা যায়, তার পরিপাকতন্ত্রে কিছু অচেনা বস্তু রয়েছে।
পুলিশের ধারণা, গিল্ডারের পেটে থাকা এই অচেনা বস্তুগুলোই চুরি যাওয়া টিফানি অ্যান্ড কো.-এর দুল। তবে এগুলো তাঁর শরীর থেকে বের করার পরই সেগুলোর সত্যতা নিশ্চিত করা হবে। অবশেষে জেথান লরেন্স গিল্ডারের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি গ্র্যান্ড থেফট (বড় অঙ্কের চুরি) এবং মুখোশ পরে ডাকাতির অভিযোগ আনা হয়েছে।