প্রতীকী ছবি
শেষ আপডেট: 13th March 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের পোষা কুকুর গুলি করল। শুনেই অবাক হলেন তো? ভাবছেন, পোষ্য আবার গুলি করবে কীভাবে? বাস্তবে এমনটাই হয়েছে। পোষা কুকুরের করা গুলিতে আহত হলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বিছানায় ঘুমিয়ে ছিলেন সেই ব্যক্তি। আর বন্দুকটিও সেখানেই ছিল। লোডেড বন্দুকে পোষ্যের পা লেগে ট্রিগার চেপে দেয় কুকুরটি, আর তাতেই ঘটে এই দুর্ঘটনা।
এই ঘটনা তখন ঘটে, যখন আহত ব্যক্তি তখন তাঁর সঙ্গিনীর পাশে শুয়েছিলেন। আচমকাই গুলি চললে তাঁর বাঁ পায়ের উরুতে আঘাত লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সৌভাগ্যবশত আঘাত গুরুতর ছিল না, সামান্য ছুঁয়ে যায় গুলি।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, কুকুরটির নাম ওরিও, এক বছর বয়সি পিট বুল। খেলতে খেলতেই সে লোডেড বন্দুকের ট্রিগার গার্ডে পা আটকে ফেলে এবং সেই সময় দুর্ঘটনাবশত বন্দুকটি চলেই যায়। এই ঘটনায় বন্দুকের ধরন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ঘটনাটি "দুর্ঘটনাজনিত আঘাত" হিসেবেই নথিভুক্ত হয়েছে।
আমেরিকায় বন্দুকের ঘটনায় আহত হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়, কিন্তু কোনও পশুর গুলিতে মানুষ আহত হওয়া খুবই বিরল। ২০২৩ সালে কানসাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল যখন তাঁর জার্মান শেফার্ড কুকুর ভুল করে শিকারি বন্দুকের ট্রিগারে পা দিয়ে গুলি চালায়। এমনকি ২০১৮ সালেও আইওয়ায় এক ব্যক্তি তাঁর পিট বুল-ল্যাব্রাডর মিশ্র প্রজাতির কুকুরের গুলিতে আহত হন।
স্থানীয় এক সংবাদমাধ্যমে আহত ব্যক্তির সঙ্গিনী জানান, "আমরা তখন ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গুলির আওয়াজ পাই। আমাদের কুকুরটি খুব খেলা করতে ভালবাসে, বিছানায় লাফালাফি করতে করতেই এই ঘটনা ঘটে।" এই ঘটনার পর তিনি বলেন, "সবসময় বন্দুকের সেফটি অন রাখা বা ট্রিগার লক ব্যবহার করা খুব জরুরি।"