দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করল সে দেশের দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (Department of Homeland Security - DHS)। এই দফতর থেকে কড়া নোটিস দেওয়া হয়েছে, '৩০ দিনের মধ্যে দেশ ছাড়ুন, নতুবা জেল ও মোটা অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে।'
এক্স-এ একটি পোস্টে তারা জানিয়েছে, 'আমেরিকায় ৩০ দিনের বেশি সময় ধরে থাকা বিদেশিদের নথি কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে হবে। তা না করলে জরিমানা ও জেল হতে পারে।' পোস্টটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও DHS সচিব ক্রিশি নোমের দফতরকে ট্যাগ করে বলা হয়, 'এখনই দেশ ছাড়ুন এবং স্বেচ্ছায় ফিরে যান।'