শেষ আপডেট: 3rd January 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের শেষের দিকে ঘুষ কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পপতি গৌতম আদানির। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। নতুন বছরের শুরুতে ফের অস্বস্তি বাড়ল শিল্পপতির। কারণ মার্কিন আদালত জানিয়েছে, দেওয়ানি এবং ফৌজদারি মামলা একইসঙ্গে চলবে গৌতম আদানির বিরুদ্ধে।
শুক্রবার নিউইয়র্কের আদালত এই সংক্রান্ত তিনটি মামলার বিচারের দায়িত্ব দিয়েছে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিসকে। বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে ঘুষ দিয়েছিল গৌতম আদানির মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ বা এজিএল সংস্থা, এমনই অভিযোগ। শুধু গৌতম নন, তাঁর ভাইপো সাগর, সংস্থার অন্যতম ডিরেক্টর বিনীত জৈন এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠে এসেছে। এই সংক্রান্ত তিনটি অভিযোগের ভিত্তিতেই দেওয়ানি ও ফৌজদারি মামলার একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে মার্কিন আদালত।
মোট ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানিদের বিরুদ্ধে। 'আদানি গ্রিন এনার্জি লিমিটেড'-এর তরফে আগেই জানানো হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি দুর্নীতি পরায়ণ আইনে (FCPA) কোনও অভিযোগ নেই। বরং তাঁরা বলছে, কোম্পানির তিন ডিরেক্টরকে মূলত সিকিউরিটিজ প্রতারণা চক্রান্তের অভিযোগ রয়েছে, তাও কোনওটিই প্রমাণিত হয়নি।
মোট ৭ জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঘুষের প্রস্তাব ছাড়াও বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যে তথ্য দিয়েছেন আদানিরা।
ভারতের যে সৌর বিদ্যুৎ প্রকল্পের কথা বলা হচ্ছে তা থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার পর্যন্ত লাভ করা সম্ভব হত। এই প্রকল্পের জন্যই আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে টাকা তুলেছিল আদানি গোষ্ঠী বলে দাবি। মোটা অঙ্কের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে।