শেষ আপডেট: 15th February 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক আদেশে সই করে তিনি জানিয়ে দেন, মেয়েদের খেলাধুলায় শুধুমাত্র ‘জন্মগত নারী’রা অংশ নিতে পারবেন। তাঁর এই সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীতে রূপান্তরকামীদের যোগের ওপরও নিষেধাজ্ঞার কথা জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর বড় সিদ্ধান্ত নিল মার্কিন সেনা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হল, এখন থেকে আর রূপান্তরকামীদের নিয়োগ করবে না তাঁরা।
গত ২৭ জানুয়ারি এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তাতে বলা হয়েছিল, কারও 'লিঙ্গ পরিচয়' সম্পর্কে দ্বন্দ্ব থাকলে সে সামরিক বাহিনীতে যোগ দিতে পারবে না। মূলত সেই নির্দেশ মেনেই মার্কিন সেনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাহিনীতে আর রূপান্তরকামীদের জায়গা হবে না। একইসঙ্গে এও জানানো হয়েছে, যারা এই মুহূর্তে সেনায় কর্মরত তারাও লিঙ্গ পরিবর্তন বা সেই সংক্রান্ত সুযোগ পাবেন না।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রূপান্তরকামীদের জন্য সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে নির্দিষ্ট করে বলেছেন, দুটি লিঙ্গই থাকবে - পুরুষ এবং স্ত্রী। আর কোনও লিঙ্গ থাকবে না। সম্প্রতি ট্রাম্প প্রশাসন স্কুল ও কলেজগুলির ওপর চাপ সৃষ্টি করেছেন, যাতে তারা ট্রান্সজেন্ডার বা বৃহন্নলাদের মহিলাদের ক্রীড়ায় অংশগ্রহণ করতে না দেয়। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গনেও এ নীতির প্রচলন করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-র (IOC) উপর লবিং চালাবে ট্রাম্প প্রশাসন।
মানবাধিকার সংগঠনগুলির আশঙ্কা, নতুন নিয়ম চালু হলে ক্রীড়াঙ্গন তো বটেই, একাধিক ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের প্রতি আরও বৈষম্য তৈরি হবে। স্কুল ও কলেজ পর্যায়ে পরীক্ষার নামে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য হস্তগত করা হতে পারে, যা উদ্বেগের বিষয়। এবার সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েও যে মার্কিন মুলুকে তোলপাড় হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।