শেষ আপডেট: 8th July 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো: জন্মের পর থেকেই অসুস্থ ছিল মেয়ে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। তাই নিজের ১৫ দিনের জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দিলেন বাবা। ঘটনাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারুশাহ এলাকায়। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
যে বাবা এমন ঘটনা ঘটিয়েছেন তার নাম তায়াব। গ্রেফতারির পর অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তিনি শিশুকন্যার চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না। ১৫ দিনেই হিমশিম খাচ্ছিলেন। সারা জীবন মেয়ের ভার বহন করতে পারবেন না ভেবেই চরম সিদ্ধান্ত নেন তিনি।
আসলে জন্মের সময় থেকেই অসুস্থ ছিল মেয়ে। হাসপাতাল থেকে জানানো হয়েছিল, শিশুর চিকিৎসা প্রয়োজন। যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। কিন্তু তায়াবের কথায়, অর্থের অভাবে তাঁর নিজেরই পেট চলে না। সন্তানকে কোনও রকমে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার উপর চিকিৎসার খরচ দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই মেয়েরজীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি।
পুলিশকে অভিযুক্ত আরও জানিয়েছেন, খুন করার জন্য প্রথমে সন্তানকে তিনি জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিলেন। তারপর মাটি খুঁড়ে সেই বস্তা নীচে পুঁতে মেয়েকে খুন করেন। আর বাবার কাছে তাঁর মেয়েকে খুনের বিবরণ শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন পুলিশ আধিকারিকেরাও।
ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। মৃত শিশুকন্যার কবর খুঁড়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীরা জানিয়েছেন, ফরেন্সিক পরীক্ষা এবং ময়নাতদন্তের পর খুনের বিষয়ে আরও স্পষ্টভাবে জানা যাবে।
এর আগে ২০১২ সালে এই পাকিস্তানেই এমনই একটি খবর সামনে এসেছিল। যদিও সেবার চিকিৎসার জন্য নয়, শুধুমাত্র জন্মানোর পর মেয়ের মুখ পছন্দ হয়নি বলে দু’দিন বয়সি সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছিলেন বাবা। পুলিশ তাঁকেও গ্রেফতার করেছিল।