পুতিন, ট্রাম্প, জেলেনস্কি।
শেষ আপডেট: 12th March 2025 09:15
দ্য ওয়াল ব্যুরো: ৩০ দিনের যুদ্ধ বিরতির (cease-fire) প্রস্তাবে সায় দিল ইউক্রেন (Ukraine)। মার্কিন যুক্তরাষ্ট্র (United States) ইউক্রেন ও রাশিয়ার (Russia) মধ্যে চলমান যুদ্ধ থামাতে আলোচনা শুরুর পূর্ব শর্ত হিসাবে ৩০ দিন যুদ্ধ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল।
ইউক্রেন তাতে সম্মতি দেওয়ায় খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( Donald Trump) বলেন, এবার রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব আমার।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে সৌদি আরবে (Saudi Arabia) হত চারদিন ধরে ভলোদিমির জেলেনেস্কির (Volodomir Jelenski) দেশের প্রতিনিধিদের লাগাতার বৈঠক চলছিল। সেখানে জেলেনস্কি নিজে ছিলেন না। তবে ইউক্রেনে শীর্ষ সামরিক ও সাধারণ প্রশাসনের কর্তারা হাজির ছিলেন।
এখন কী করবে রাশিয়া? তারা কি যুদ্ধ বিরতিতে সায় দেবে? পুতিনের মনোভাব সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত নন। তবে ব্রিটেন, ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলিন এবং আরব দুনিয়া ইউক্রেনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে।
ট্রাম্প বলেছেন, রাশিয়া রাজি না হলে বুঝতে হবে সমস্যা অন্যন্ত্র। তাঁর প্রস্তাবে সায় দেওয়ায় ট্রাম্প প্রশংসা করেছেন জেলেনেস্কির।
গত মাসে হোয়াইট হাউসে জেলেনেস্কির সঙ্গে তাঁর বৈঠকে তীব্র বাদানুবাদ হয়। ট্রাম্প সেই ঘটনাকে অতীত বলে উল্লেখ করেছেন।
সৌদির জেদ্দায় অনুষ্ঠিত মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। ছিলেন সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। ইউক্রেনের তরফে ছিলেন দেশটির বিদেশ মন্ত্রী আন্দ্রি সিবিগা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক। বৈঠকে যুদ্ধ বিরতিতে সায় দেওয়ায় বিনিময়ে ইউক্রেন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। ট্রাম্প গতমাসে ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দেওয়ার বিগত বাইডেন সরকারের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা জারি করেন।