শেষ আপডেট: 6th March 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: গত মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তরুণী শাহজাদিকে ফাঁসিতে (Execution) ঝোলানো হয়েছিল। সে চার মাসের শিশুর মৃত্যুতে খুনের (Murder) মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। এবার আরও দুই ভারতীয় নাগরিকের ফাঁসি হল ওদেশে। মৃতদের নাম মুহাম্মদ রিনাশ অরঙ্গিলত্তু ও মুরলীধরন পেরামতত্তু ভেলাপ্পিল। দু'জনেই কেরলের (Kerala) বাসিন্দা।
দুই ভারতীয়কেই দু'টি আলাদা আলাদা খুনের মামলায় দোষী সাব্যস্ত করে সংযুক্ত আরব আমিরশাহির আদালত। গত ২৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের শাহজাদি খানের ফাঁসির খবরের সঙ্গে কেরলের এই দুই নাগরিকেরর ফাঁসির কথাও ভারতীয় দূতাবাসকে জানিয়েছিল ওদেশের সরকার। বৃহস্পতিবার সে কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক।
সংযুক্ত আরব আমিরশাহির এক নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ। আর মুরলীধরন দোষী সাব্যস্ত হন এক ভারতীয়কে খুনের মামলায়। দু'জনকেই মৃত্যুদণ্ড দেয় ওই দেশের উচ্চ আদালত।
সংযুক্ত আরব আমিরশাহির শীর্ষ আদালতও মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। গত ২৮ ফেব্রুয়ারি ওই দেশের প্রশাসন ভারতীয় দূতাবাসকে জানায়, দু'জনের ফাঁসি হয়ে গিয়েছে। কেরলের ওই দুই ব্যক্তির ফাঁসির কথা ইতিমধ্যে তাঁদের পরিবারকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
কেন্দ্র জানিয়েছে, দোষীদের সব রকম আইনি সহায়তা দিয়েছে দূতাবাস। সংযুক্ত আরব আমিরশাহির কাছে তাঁদের প্রাণভিক্ষার আর্জিতেও আইনি সহায়তা করেছিল ভারতের দূতাবাস।
কেরলের ওই দুই ব্যক্তির ফাঁসির কথা ইতিমধ্যে তাঁদের পরিবারকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসও তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।