যমজ শিশুকে নিয়ে প্যারামবুলেটর গড়িয়ে পড়ল রেললাইনে!
শেষ আপডেট: 21st July 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: দু'বছরের দুই যমজ মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন বাবা-মা। প্যারামবুলেটরে বসে চলেছিল তারা। প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার সময়ে আচমকা প্র্যাম পড়ে গেল রেললাইনে, চলন্ত ট্রেনের সামনে! মেয়েদের বাঁচাতে ঝাঁপ দেন বাবা, মারা যান তিনি। বাঁচানো যায়নি এক শিশুকে। অপর এক শিশু কপালজোরে প্রাণে বেঁচেছে।
পুলিশ জানিয়েছে, রবিবার দক্ষিণ সিডনির কার্লটন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বেঁচে যাওয়া শিশুকন্যাটির উপর দিয়েও ট্রেন চলে গেছিল, তবে মিরাকেল ঘটিয়ে, তাকে স্পর্শ করেনি চারা। মা ও এক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ সুপার পল ডানস্টান এই ঘটনায় বলেন, প্র্যাম নিয়ে, লিফ্টে করে ওই স্টেশনের প্ল্যাটফর্মে এসে নেমেছিলেন ওই বাবা-মা। লিফ্ট থেকে বেরোনোর পরে, খুব, খুব অল্প সময়ের জন্য তাঁদের হাত সরে গিয়েছিল প্র্যাম থেকে। তখন একটা দমকা হাওয়ায়, বা অন্য যে কোনও কারণে, আচমকা প্র্যামটি গড়িয়ে যায় রেললাইনের দিকে। ধরতে পারার আগেই মুহূর্তে সেটি পড়ে যায় রেললাইনে।
সে সময়ে একটি ট্রেন ছুটে আসছিল। দাঁড়ানোর কথা ছিল না সেটির, তাও শেষ মুহূর্তে গতি কমানোর চেষ্টা করেছিল ট্রেনটি। তবে শেষরক্ষা হয়নি। এদিকে কয়েক মিনিটেই এসে পৌঁছয় পুলিশ এবং এমার্জেন্সি পরিষেবা। তারা দেখে, ট্রেনের নীচে পড়ে রয়েছে প্র্যাম, কান্নার শব্দ আসছে সেখান থেকে। কিন্তু কিছুই করার নেই সেই মুহূর্তে।
ট্রেন ও লাইনের মধ্যবর্তী ফাঁকে এমনভাবে আটকে ছিল একটি শিশু, যে সে এত বড় বিপর্যয়ের পরেও অক্ষত ছিল। অন্য শিশু এবং তার ৪০ বছর বয়সি বাবা মারা যান ট্রেনের তলায়।
পুলিশ সুপার পল ডানস্টান বলেন, 'মেয়েদের বাঁচাতে গিয়ে জীবন দিয়ে দিলেন বাবা। অবিশ্বাস্য সাহসের কাজ করেছেন তিনি।' মা ও তাঁর বেঁচে থাকা মেয়েকে স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।