মঙ্গলবার প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ইলন মাস্ককে আমেরিকায় ব্যবসা চালানো বন্ধ করে দেওয়ার সতর্কতা দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, টেক সাম্রাজ্যের অধিপতিকে এবার দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় পাততাড়ি গোটাতে হবে।
এ আই দিয়ে তৈরি প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 July 2025 06:22
দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে মাস্ককে দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন একদা সুহৃদ ট্রাম্প। মঙ্গলবার প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ইলন মাস্ককে আমেরিকায় ব্যবসা চালানো বন্ধ করে দেওয়ার সতর্কতা দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, টেক সাম্রাজ্যের অধিপতিকে এবার দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় পাততাড়ি গোটাতে হবে।
ইলন মাস্কের এক বিরাট ব্যবসা বৈদ্যুতিক গাড়ি নিয়ে দ্বন্দ্ব বেধেছে একদা দুই বন্ধুর। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ইলন মাস্ক জানেন, অনেককাল আগে থেকেই উনি আমাকে প্রেসিডেন্ট করতে চেয়েছিলেন। আমার বৈদ্যুতিক গাড়ির ব্যবসা নিয়ে কোনও আপত্তি ছিল না। কিন্তু, এটা তো হতে পারে না যে, সকলকে ইভি কিনতে জোর খাটানো হবে। আমি জানি ইলেকট্রিক কার ভাল। কিন্তু, মাস্ক এটাও জানেন যে, তিনি প্রচুর ভরতুকি পেয়ে থাকেন। কিন্তু, যদি ভরতুকি বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে! ইলনকে সম্ভবত তাঁর ব্যবসা নিয়ে পাততাড়ি গোটাতে হবে এবং ফের দক্ষিণ আফ্রিকার বাজারের দিকে ছুটে যেতে হবে।
ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে সম্পর্কচ্ছেদের ঘটনা শুরু হয় জুন মাসের গোড়া থেকে। আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে বলে সুর চড়ান মাস্ক। ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ পাশ হলে, পরের দিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে বলে সমাজমাধ্যমে লেখেন তিনি। ওই বিলে প্রচুর অতিরিক্ত ব্যয়বরাদ্দ ছাঁটাইয়ের প্রস্তাব রয়েছে। যাতে আমেরিকার চলতি আর্থিক ঘাটতির অনেকটাই পূরণ করা যাবে বলে মনে করে ট্রাম্পের পার্টি।
ওই বিলে বৈদ্যুতিক গাড়ির ঋণেও ছাঁটাই আনার চিন্তাভাবনা রয়েছে। যা প্রত্যক্ষত প্রভাব ফেলবে মাস্কের গাড়ি ব্যবসা ক্ষেত্রে। ইলন মাস্ককে ক্ষমতায় এসেই ট্রাম্প ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) প্রধান পদে নিযুক্ত করেন। কিন্তু তারপর ওভাল অফিস এবং পরে ট্রুথ সোশ্যালেই ট্রাম্প হুমকি দেন যে, সরকার কয়েকশো বিলিয়ন ডলারের চুক্তি ও মাস্কের কোম্পানিগুলিকে ভরতুকি দেওয়া বন্ধ করে দিতে পারে।