শেষ আপডেট: 8th April 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: শুল্ক (tariff) নিয়ে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trum) বিরুদ্ধে একা লডাই অব্যাহত রাখল চিন (China)। সে দেশের পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
জবাবে চিনের বাণিজ্যমন্ত্রকের (Chinese commerce ministry) মুখমাত্র বেজিংয়ে (Beijing) বলেছেন, আমরাও দেখতে চাই আপনি কতদূর যেতে পারেন। আমরাও শেষ দেখে ছাড়ব।
গত ২ এপ্রিল বহু দেশের সঙ্গে চিনের পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে আমেরিকা। জবাবে চিন পাল্টা অতিরিক্ত রপ্তানি শুল্ক আলোপ করে মার্কিন পণ্যের উপর। চিন সাফ জানিয়ে দেয়, চোখ রাঙিয়ে লাভ নেই। চাপ দিয়ে, ভয় দেখিয়ে চিনকে দমিয়ে দেওয়া যাবে না।
ট্রাম্প ভারতীয় সময় মঙ্গলবার ভোরে তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশ্যালে লেখেন, মঙ্গলবারের মধ্যে চিন মার্কিন পণ্যের উপর আরোপ করা অতিরিক্তি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে তাদের তাদের উপর আরও ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। ফলে চিনা পণ্যের পর শুল্কের হার হবে ১০৪ শতাংশ।
ট্রাম্পের এই হুঁশিয়ারির কড়া নিন্দা করেছে বেজিং। চিনের বাণিজ্য মন্ত্রক বলেছে, এটা এক ধরনের ব্ল্যাক মেলিং। এসব করে চিনকে দাবিয়ে দেওয়া যাবে না। আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব।
ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিশ্বব্যাপী শোরগোল পড়ে গিয়েছে। বেশিরভাগ দেশ আপসে বিবাদ মিটিয়ে নিতে চাইছে। ব্যতিক্রম চিন। তারা পাল্টা শুল্ক চাপিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। চিনের বক্তব্য, ডোনাল্ড সব দেশকে বিপারে ফেলে আমেরিকার উন্নতি চাইছেন।