শেষ আপডেট: 4th January 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: ২০ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার কথা। তার দশ দিন আগে ম্যানহাটনের একটি আদালতে হাজিরা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে এমন নজির বিরল। ১০ তারিখ মামলার সাজা ঘোষণা করার কথা আদালতের। দোষী সাব্যস্ত ট্রাম্পের কারাবাসের সাজা হলে মার্কিন প্রেসিডেন্ট পদে তাঁর দ্বিতীয়বার বসা নিয়ে অনিশ্চিতা তৈরি হবে। যদিও ট্রাম্পের আইনজীবীরা মনে করছেন, কারাবাসের সাজা হওয়ার কোনও সম্ভাবনা নেই। ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিচ্ছেন।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিচার চলছে ম্যানহাটনের আদালতে। যৌন কেলেঙ্কারির ঘটনা চাপা দিতে ট্রাম্প ওই পর্ন তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয় মামলায়।
নিউ ইয়র্কের আদালতের বিচারপতি জুয়ান মার্চানও আভাস দিয়েছেন, ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা নেই।