দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিনের সঙ্গে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। আচমকাই ট্রাম্পের চোখ চলে গেল ভ্যান্সের পায়ের দিকে। ট্রাউজার্স আর জুতোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, তাঁর মোজা। তাতে ফুটে উঠেছে শামরক ডিজাইন। আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী তিন পাতার ছাপ দেওয়া এই ডিজাইনের মোজা পরেছেন ভ্যান্স। ট্রাম্প বলেন, 'দারুণ লাগছে তো মোজাজোড়া! ব্যাপার কী?'
জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প তখন মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছিলেন। কিন্তু মাঝপথেই থেমে গিয়ে ভাইস প্রেসিডেন্টের ফ্যাশন চয়েস নিয়ে মন্তব্য করে বসেন। তিনি বলেন, 'আমি অনেকক্ষণ ধরেই মন দিয়ে কথাবার্তা শোনার চেষ্টা করছি, কিন্তু বারবার আমার নজর কেড়ে নিচ্ছে ভাইস প্রেসিডেন্টের মোজা! সত্যিই চমৎকার!'—এই কথা শুনে ভ্যান্স ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী দু'জনেই হেসে ওঠেন।