শেষ আপডেট: 7th March 2025 12:31
ট্রাম্প বলেন, 'আমি ইলনকে বলেছিলাম, তুমি কি ওদের ফিরিয়ে আনতে পারবে? ও বলল, পারবে, এখনই একটা স্পেসশিপ তৈরি করছে। সেই মতো, দু'সপ্তাহের মধ্যেই ওদের ফিরিয়ে আনা হবে।' সঙ্গে উইলিয়ামসের চুল নিয়েও মন্তব্য করেন তিনি, 'আমি দেখলাম, ওঁর বেশ চমৎকার চুল! এই চুল নিয়ে কোনও ছেলেখেলা নয় কিন্তু!'
২০২৪ সালের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন উইলিয়ামস ও উইলমোর। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তাঁদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। হিলিয়াম লিক ও থ্রাস্টার ম্যালফাংশন হওয়ায় স্টারলাইনারটি নিরাপদ ছিল না। ফলে তাঁদের সেখানে থাকতে হয়।
এদিকে, ইলন মাস্কও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি জানান, 'আমরা ছ'মাস আগেই স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল পাঠিয়ে ওঁদের ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু বাইডেন প্রশাসন অনুমতি দেয়নি।'
এই দীর্ঘ সময়ে সুনীতা উইলিয়ামস নারীদের মধ্যে সর্বাধিক স্পেসওয়াকিং সময়ের রেকর্ড গড়েছেন। জানুয়ারিতে উইলমোরের সঙ্গে একটি মহাকাশ অভিযানে গিয়ে ৬২ ঘণ্টা ৬ মিনিটের স্পেসওয়াক সম্পন্ন করেন তিনি।
তবে এই প্রথম নয়। সেই ২০১২ সালে সুনীতা প্রথম মহাকাশে ট্রায়াথলন সম্পন্ন করেন। তিনি মহাকাশে ভাসমান অবস্থায় ওজন তোলার মেশিন দিয়ে সাঁতার অনুকরণ করেন এবং ট্রেডমিলে দৌড়ন।
তবে ট্রাম্পের কথা শুনে প্রশ্ন উঠেছে, মহাকাশ থেকে ফিরিয়ে আনতে কি ট্রাম্প নিজেই যাবেন? এই প্রসঙ্গে মজার ছলে ট্রাম্প বলেন, 'আমাকে কি ওদের আনতে সেই স্পেসশিপে যাওয়া উচিত?' এই কথা শুনে ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
এখন দেখার, ইলন মাস্ক ও স্পেসএক্সের সাহায্যে কবে নাগাদ সুনীতা উইলিয়ামস ও উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরতে পারেন।