শেষ আপডেট: 16th July 2024 08:19
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের জন্য লড়াই করবেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেছে। তিনদিন আগে পেনসিলভেনিয়ার জনসভায় ভাষণ দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত ট্রাম্পকে নিরাপত্তা রক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাক্তন প্রেসিডেন্ট হাত নেড়ে তাঁর সমর্থকদের আশ্বস্ত করেছিলেন তিনি লড়াইয়ে আছেন। সরে যাচ্ছেন না। তাঁর আঘাত সামান্য হওয়ায় অল্প সময় পরই ব্যক্তিগত বিমানে বাড়ি ফিরে গিয়েছিলেন।
আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দলের মনোনয়ন পেয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের সেনেটর জেডি ভ্যান্সের। একদা তাঁর কট্টর সমালোচক এই দলীয় সতীর্থকেই বেছে নেন ট্রাম্প।
ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স।
অন্যদিকে, ডেমোক্র্যাটদের হয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই লড়াই করবেন বলে ঠিক আছে। অন্তত বাইডেনের তেমনই ইচ্ছা। গত সপ্তাহে দু’দিনের ব্যবধানে সাংবাদিক বৈঠক ডেকে বর্তমান প্রেসিডেন্ট দাবি করেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে কোনও প্রশ্ন নেই।
যদিও ৮১ বছর বয়সি বাইডেনের শরীর-স্বাস্থ্যই এখন চর্চার অন্যতম বিষয়। তাছাড়া তাঁর ঘন ঘন ভুলে যাওয়া, কাছের লোককে চিনতে না পারার মতো অস্বস্তিকর ঘটনা তো আছেই। হোয়াইট হাউসের সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে যেমন পাশে বসা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে কমলা ট্রাম্প বলে সম্মোধন করে বসেন।
ডেমোক্র্যাট নেতাদের অনেকেই তাই বাইডেনকে সরে দাঁড়াতে বলেছেন। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড়। ফলে এ বছর নভেম্বরে আমেরিকার প্রেসেডিন্ট পদে সম্ভবত ফের ট্রাম্প বনাম বাইডেনের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন বিশ্ববাসী।