শেষ আপডেট: 6th November 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রবণতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের থেকে এখনও বেশ কিছুটা পিছিয়ে আছেন। এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্পের দলের। ভারতীয় সময় দুপুর সওয়া ১২টা পর্যন্ত হ্যারিসের পাল্লায় ২১৩ এবং ট্রাম্পের মুঠোয় যেতে চলেছে ২৪৭টি আসন।
মার্কিন প্রেসিডেন্ট পদে বসার জন্য মোট ৫৩৮টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৭০টিতে জিততে হবে কোনও প্রার্থীকে। এখনও পর্যন্ত ৪৬১টির ভোট প্রবণতা জানা গিয়েছে। কঠিন লড়াইয়ে মুখোমুখি সাতটি প্রদেশের মধ্যে ট্রাম্প এখনও ৬টিতে এগিয়ে রয়েছেন।
ভোটের জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে অত্যন্ত নিশ্চিত। তাঁর দাবি, হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনিই ফিরছেন।
ইতিমধ্যেই সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা। যার ফলে আগামী বছর মার্কিন কংগ্রেসের একটি কক্ষে নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্পের দলের। হাউস অফ কমন্স অথবা নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮। সেখানে ট্রাম্পের দল এগিয়ে রয়েছে ১৮৬টিতে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ১৬০টিতে।