শেষ আপডেট: 15th July 2024 10:16
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক মাস আগে এক জনসভা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচনে জিতলে জো বাইডেনের 'গান কন্ট্রোল' নীতি বদলে ফেলবেন। আর শনিবার সেই ট্রাম্পই পেনসিলভেনিয়ায় এক বন্দুকবাজের হামলায় জখম হয়েছেন। সেই ঘটনার ২৪ ঘণ্টা পর এবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, ‘মতবিরোধ থাকলেও আমেরিকানরা একে অপরের বন্ধু।’
চলতি বছরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে বিগত দিনে আমেরিকার রাজনৈতিক পরিবেশ বার বার উত্তপ্ত হয়ে উঠছে। সেই আবহেই শনিবার সন্ধেয় নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটির পরই মার্কিন মুলুকে নির্বাচনী উত্তাপ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। কিন্তু জনগণকে ‘বিচলিত’ না হয়ে শান্ত থাকতে বলেন বাইডেন।
রিপাবলিকান নেতা তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পরে সরাসরি ট্রাম্পের সঙ্গে ফোনেও কথা বলেন তিনি। এরপর দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘‘যতই মতবিরোধ থাকুক না কেন, আমরা শত্রু নই। বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন।’’ হিংসার পথ থেকে সরে সকলকে 'সংযত' থাকার বার্তা দেন বাইডেন।
শাসক থেকে বিরোধী, সকলেই আমেরিকায় বাইডেনের উপর হামলার ঘটনার বিরোধিতা করেছে। খোদ ট্রাম্পও দেশবাসীকে ‘ঐক্যবদ্ধ’ থাকার কথা বলেছেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বাইডেন লেখেন, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনার খবরটি শুনেছি। ট্রাম্প আপাতত নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি।' যদিও নির্বাচনী প্রচার সমাবেশে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করছে ট্রাম্পের দল।
রিপোর্ট বলছে, এবছর ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনায় সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২১৬ জন। এরপর চলতি জুলাই মাসেও ট্রাম্পের উপরে হামলার ঘটনায় আমেরিকার রাজনীতির উত্তাপের আঁচ আরও বাড়ল।