সিনাওয়াত্রার দল সরকার টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। সিনাওয়াত্রার বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কায় জোট সরকারের দুই শরিক সঙ্গ ত্যাগ করেছে।
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 July 2025 10:29
দ্য ওয়াল ব্যুরো: গদি হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী (PM Thailand) পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশটির সাংবিধানিক আদালত (constitutional court) তাঁকে সাময়িক বরখাস্ত করেছে (temporarily suspended) । উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত আপাতত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
সিনাওয়াত্রার দল সরকার টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। সিনাওয়াত্রার বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কায় জোট সরকারের দুই শরিক সঙ্গ ত্যাগ করেছে।
থাইল্যান্ডের সর্ব কনিষ্ঠ, ৩৯ বছর বয়সি সিনাওয়াত্রা স্মরণকালের মধ্যে দেশটির সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে দেশবাসীর স্বীকৃতি পেয়েছিলেন। পরিস্থিতি আমূল বদলে যায় দিন পনেরো আগে ফাঁস হওয়া একটি ফোন কল ফাঁস হওয়ার পর।
থাইল্যান্ডের পড়শি দেশ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথা হয়েছিল থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার্। দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ নতুন নয়। সম্প্রতি দুই দেশের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সেই ঘটনা নিয়ে হুন সেনের সঙ্গে ফোনে কথা হয় থাই প্রধানমন্ত্রীর। হুন সেনকে তিনি 'আঙ্কেল' বলে সম্মোধন করে নিজের দেশের এক সেনা কমান্ডার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন৷
সেই ফোনালাপ ফাঁস হতে তোলপাড় শুরু হয় দেশটিতে। দ্রুত জনপ্রিয়তা হারান প্রধানমন্ত্রী। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
হুন সেন স্বীকার করেন থাই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও টেপ তিনি বহজনকে শেয়ার করেছিলেন তাঁদের অবহিত করতে। তারাই কেউ ফোনের অডিও ফাঁস করেছেন বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক আদালতে মামলা হয়েছিল। মঙ্গলবার নয় বিচারপতির সাত জন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার সুপারিশ করেছেন।।