শেষ আপডেট: 3rd January 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোরে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে হঠাৎই একটি ২০২৪ মডেলের টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় একজনের, জখম হন সাত জন। মৃত ম্যাথিউ লিভেলসবার্গার (৩৭) সেনাকর্মী বলে জানা যায়। এই ঘটনায় এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানিয়েছে, সাইবারট্রাকের পেছনে রাখা আতশবাজি, গ্যাস ট্যাঙ্ক ও ক্যাম্পিং ফুয়েল বিস্ফোরণের কারণ। এগুলো একটি ডেটোনেশন সিস্টেম দিয়ে চালকের নিয়ন্ত্রণে ছিল।
ঘটনার পর বৃহস্পতিবারই ওই ট্রাকটি থেকে দেহ উদ্ধার করা হয়। দেহ এমনভাবে জ্বলেছিল, তা শনাক্ত করতে বেগ পেতে হয় তদন্তকারীর আধিকারিকদের। ট্রাকে থাকা পরিচয় পত্র ও বিভিন্ন তথ্য যাচাই করে জানা যায়, ওই ব্যক্তি সেনা বাহিনীর সদস্য। দেহ উদ্ধারের সময় পুলিশ তাঁর মাথায় একটি আঘাতের চিহ্ন পায়।
দেহের ময়নাতদন্তের পর জানা যায়, মাথায় গুলি করেছিলেন তিনি। পুলিশের অনুমান, বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তেই মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন তিনি।
ট্রাকটিতে চালকের সিটে তাঁর দেহ পাওয়া যায়। পায়ের কাছে বন্ধুক, মিলিটারি আইডি কার্ড ও পাসপোর্ট, ক্রেডিট কার্ড পাওয়া যায়।
এফবিআই জানিয়েছে, এত তথ্য পাওয়ার পরও এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। প্রথমে এর সঙ্গে জঙ্গি যোগের সন্দেহ করলেও বর্তমানে এই সংস্থা জানিয়ে দিয়েছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি। বিশ্বের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে এই ব্যক্তির যোগ ছিল বলে প্রমাণ মেলেনি।