শেষ আপডেট: 23rd March 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বড় কনসার্ট হলের ভেতরে একদল বন্দুকধারীর গুলিতে অন্তত ৬০ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট সোশ্যাল মিডিয়ায় অনুমোদিত চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে যে তারা মস্কোর উপকণ্ঠে ক্রাসনোগর্স্কে 'খ্রিস্টানদের' একটি বিশাল সমাবেশে হামলা চালিয়েছে, শত শত মানুষ নিহত ও আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মিউজিক হল ক্রোকাস সিটি হলে। যারা মারা গেছেন এবং আহত হয়েছেন তাঁরা রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের একটি পারফরম্যান্স দেখতে হলে গিয়েছিলেন। সংবাদসংস্থা সূত্রের খবর, আক্রমণকারীরা প্রথমে গুলি চালায়, তারপর একটি গ্রেনেড এবং অগ্নিসংযোগকারী বোমা ছোড়ে।
রাশিয়ান মিডিয়া এবং টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলিতে রাইফেল হাতে দুজন লোককে অনুষ্ঠানস্থলের মধ্য দিয়ে যেতে দেখা যায়। অন্য আরেকটি ভিডিওয় চারজন আক্রমণকারীকে অ্যাসল্ট রাইফেল হাতে হামলা চালাতে দেখা যায়। কনসার্ট হলের প্রহরীদের কাছে বন্দুক ছিল না।
সূত্রের খবর, পুরো হামলার ঘটনাটি ঘটে ১৫ থেকে ২০ মিনিট ধরে। প্রাণ বাঁচাতে অনেকেই হলের মেঝেতে শুয়ে পড়েন। রাশিয়ান বিশেষ বাহিনী আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলা চালানোর পর একটি গাড়িতে করে হামলাকারীরা পালিয়ে যায়। সেই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায় সক্রিয় আইএস। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা সংস্থা বলেছে যে তারা গত ৭ মার্চ মস্কোর একটি সিনাগগে ইসলামিক স্টেট সেলের হামলাকে ব্যর্থ করেছে। এর আগে ৬জন জঙ্গির মৃত্যুর ঘটনাও ঘটে। কনসার্টে হামলা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারির সুরে জানিয়েছে, হামলার নেপথ্যে ইউক্রেনের যোগ প্রমাণিত হলে কঠোরতম পদক্ষেপ করা হবে। যদিও ইউক্রেনের দাবি, এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই।