১৫ বছর আগে এক বন্ধুকে সাহায্য করার উদ্দেশে স্পার্ম ডোনেশন শুরু করেছিলেন দুরভ। তবে ইতিমধ্যেই ১২টি দেশে জন্ম নিয়েছে তাঁর ১০০-র বেশি সন্তান।
পাভেল দুরভ
শেষ আপডেট: 20 June 2025 03:22
দ্য ওয়াল ব্যুরো: টেলিগ্রামের (Telegram) প্রতিষ্ঠাতা ও ধনকুবের পাভেল দুরভের (Pavel Durov) সাম্প্রতিক এক ঘোষণা চমকে দিয়েছে অনেককে। তিনি জানিয়েছেন, তাঁর প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পত্তি তিনি ভাগ করে দেবেন ১০০ জন সন্তানের মধ্যে, যাঁরা গত ১৫ বছরে নিজের স্পার্ম ডোনেশনের (Sperm Donation) মাধ্যমে জন্ম নিয়েছেন।
ফ্রান্সের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দুরভ জানান, এই বিষয়টি তাঁর উইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে শুধু স্পার্ম ডোনেশনের মাধ্যমে জন্মানো সন্তানরা নয়, নিজের ৩ বান্ধবীর ৬ সন্তানকেও এতে অন্তর্ভুক্ত করেছেন তিনি।
বর্তমানে তাঁর বয়স ৪০। কিন্তু এই বয়সেই উইল করার কারণও পরিষ্কার করেছেন দুরভ। তাঁর কথায়, “আমি স্বাধীনতা ও গোপনীয়তার পক্ষে। ফলে অনেক শক্তিশালী রাষ্ট্র আমার বিরুদ্ধে। এই লড়াইয়ে ঝুঁকি রয়েছে। তাই আগেভাগেই আমি আমার সন্তানদের ভবিষ্যৎ ও টেলিগ্রামের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই।” এই পরিপ্রেক্ষিতে অবশ্য তিনি এও মনে করিয়ে দেন, উইল করা মানেই সন্তানরা এখনই যে সব পেয়ে যাবেন, এমনটা নয়।
দুরভ নিজের উইলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তিনি চান না তাঁর সন্তানরা তাঁর সম্পত্তির উপর নির্ভর করুক। তাই তাঁর সন্তানরা ৩০ বছর বয়সের আগে তাঁর সম্পত্তির এক পয়সাও পাবে না। ধনকুবেরের আশা, তাঁর সকল সন্তান একসঙ্গে থাকবে এবং ঐক্য বজায় রাখবে। আসলে সন্তানদের নিজস্ব পথ গড়ে তুলতে উৎসাহিত করতে চান তিনি।
প্রসঙ্গত, ১৫ বছর আগে এক বন্ধুকে সাহায্য করার উদ্দেশে স্পার্ম ডোনেশন শুরু করেছিলেন দুরভ। তবে ইতিমধ্যেই ১২টি দেশে জন্ম নিয়েছে তাঁর ১০০-র বেশি সন্তান। এদিকে, সম্প্রতি দুরভের বিরুদ্ধে ফ্রান্সে একাধিক অভিযোগ উঠেছে। দাবি, তাঁর প্ল্যাটফর্ম টেলিগ্রামে যৌন নির্যাতন ও মাদক পাচারের মতো বেআইনি কাজ চলতে দিচ্ছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই 'স্পার্ম ডোনার'।