শেষ আপডেট: 6th March 2025 10:00
দ্য ওয়াল ব্যুরো: ডেটা সায়েন্স নিয়ে মাস্টার্স করতে ২০২৩ সালে আমেরিকা (USA) গেছিলেন তেলঙ্গানার (Telangana) বাসিন্দা প্রবীণ কুমার গাম্পা। দু'বছরের মাথায় সে দেশেই মৃত্যু হল তাঁর। গুলিবিদ্ধ হয়ে প্রবীণের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। কে বা কারা তাকে খুন করল, কেনই বা করল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
উইস্কন্সিনে থাকতেন প্রবীণ। পড়াশোনার পাশাপাশি স্থানীয় এক স্টোরে পার্ট-টাইম কাজও করতেন। সেই স্টোরে কাজ করার সময়ই গুলি করা হয় তাঁকে। কয়েকজন দুষ্কৃতী এই হামলা করেছে বলে স্থানীয় সূত্রে খবর। তাই পুলিশের অনুমান, দোকান লুট করতে এসে বাধা পেয়ে গুলি চালানো হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে ভারতীয়র।
প্রবীণের বাবা জানিয়েছেন, বুধবার সকালে ছেলে তাঁকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল। কিন্তু তিনি ধরতে পারেননি। পরে আবার তিনি ফোন করায় ছেলে ধরেনি। এরই কয়েক ঘণ্টা পর আবার চেষ্টা করা হলে অন্য একজন ছেলের ফোন ধরে। তখনই সন্দেহ হয় তাঁর। পরে প্রবীণের বন্ধু এবং মার্কিন প্রশাসনের থেকে ছেলের মৃত্যুর খবর পান তিনি।
২৭ বছর বয়সি প্রবীণ আমেরিকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সেই বাড়ির কাছেই একটি স্টোর ছিল যেখানে তিনি কাজ করতেন। সেখানেই এই ঘটনা ঘটেছে। তাঁর বন্ধুদের দাবি, প্রবীণের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। তবে গুলিতেই প্রবীণের মৃত্যু হয়েছে নাকি তাঁর সঙ্গে অন্য কোনও ঘটনা ঘটে মৃত্যুর আগে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিকাগোর ভারতীয় দূতাবাস এই ঘটনায় শোক প্রকাশ করেছে। তাঁদের কথায়, প্রবীণের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যতটা সাহায্য তাঁরা করতে পারেন ততটা করবেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং প্রবীণ গাম্পার পরিবারকে সমবেদনা জানানো হচ্ছে।
We are saddened by the untimely death of Praveen Kumar Gampa, a Post-graduate student at the University of Wisconsin-Milwaukee. The Consulate is in contact with Praveen's family and the University, helping them with all possible support. Our heartfelt condolences and prayers are…
— India in Chicago (@IndiainChicago) March 5, 2025