শেষ আপডেট: 31st January 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: মেয়ে বার বার টিকটক ভিডিও পোস্ট করত। অতিষ্ঠ হয়ে মেয়েকে আমেরিকা থেকে পাকিস্তানে ডেকে নিয়ে এসে খুন করলেন বাবা। জানা গিয়েছে মেয়েকে খুনে কিশোরীর কাকাও বাবাকে মদত দিয়েছেন। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পাকিস্তানের সংবাদ সংস্থা জানিয়েছে মৃতা জন্মসূত্রে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিক। সপরিবারে কয়েক দিন আগেই পাকিস্তানে এসেছিল ওই কিশোরী। বালুচিস্তানের কোয়েটায় নিজের দেশের বাড়িতে ফিরতেই তাকে খুন করা হয় বলে খবর।
জানা গিয়েছে, কিশোরীর পরিবার পাকিস্তান থেকে আমেরিকায় চলে গিয়েছিল প্রায় ২৮ বছর আগে। সেখানেই পাকাপাকি ভাবে থাকত তারা। পুলিশ মনে করছে, আমেরিকায় থাকাকালীনই কিশোরীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।
পাকিস্তান পুলিশের সিনিয়র আধিকারিক আবাদ বালোচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আইন অতি কড়া হওয়ায় অভিযুক্ত পাকিস্তানে এনে খুন করার ছক কষেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে এই উদ্দেশ্যেই তাঁরা ফিরেছিলেন কি না, তা জানতে কিশোরীর দাদাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে, অভিযুক্ত বাবা পুলিশি জেরায় জানিয়েছেন, মেয়ে টিকটকে বার বার ভিডিও পোস্ট করত। যা একেবারেই না পসন্দ ছিল তাঁর। অনেকবার এ নিয়ে মেয়েকে সতর্ক করা হলেও লাভ হয়নি। এরপর পাকিস্তান ফেরার পরেও একই কাজ করায় মেয়েকে গুলি করেছেন বলে স্বীকার করেন অভিযুক্ত।