শেষ আপডেট: 21st November 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে মূল অভিযুক্ত আনমোল বিষ্ণোই আমেরিকায় গ্রেফতার হয়েছে। যদিও তাকে এই মামলার জন্য গ্রেফতার করা হয়নি বলেই খবর। ভুয়ো নথি নিয়ে দেশে প্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছে আনমোল। সে এই মুহূর্তে রয়েছে পোট্টাওয়াটামি কান্ট্রি জেলে। এই জেলের নামের সঙ্গে 'স্কুইরেল কেজ জেল' নামটি জড়িত। সেই জেলের কাহিনি অন্যরকম।
আমেরিকার লোয়া বিগ লেক রোডে অবস্থিত এই 'স্কুইরেল কেজ জেল' পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। জেলের একটা বড় অংশ বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়।
এই স্কুইরেল কেজ জেল তৈরি হয়েছিল ১৮৮৫ সালে। ১৯৬৯ সাল পর্যন্ত পুরোদমে কারাগার হিসেবে ব্যবহার করা হত এই বিল্ডিং। তারপর তা ধীরে ধীরে মিউজিয়াম করে দেওয়া হয়। এই জেলের সবথেকে বড় বিশেষত্ব হল, জেলের সেলগুলি ঘোরানো যায়! অর্থাৎ জেলবন্দি কেউ বেরতে চাইলে তার সেলকে ঘুরিয়ে দরজার দিকে করতে হয়। তখনই সে বেরতে পারে।
একসময়ে এই রকম ১৮টি জেল ছিল। কিন্তু এখন একটিই রয়ে গেছে। এটির তিনটি ফ্লোর কার্যকরী ছিল একসময়ে। তবে এখন মাত্র একটিই সচল আছে। এই 'স্কুইরেল কেজ জেল' নিয়ে একাধিক ভৌতিক গল্পও রয়েছে। তার জন্য বিভিন্ন গবেষকরা সেই জেলে যান রিসার্চ করতে।
জেলবন্দি বহু আসামি দাবি করতেন, তাঁরা রাতের দিকে পায়ের আওয়াজ পেতেন। বিশেষ করে জেলের চার তলায়। এখন যারা জেলের নিরাপত্তারক্ষী বা রক্ষণাবেক্ষণের কাজ করেন, তাঁরাই কার্যত একই দাবি করেন। পায়ের আওয়াজ থেকে শুরু করে গলার স্বর, ফিসফিস শব্দ পান তাঁরা বলে দাবি। আসলে এই জেলে থাকাকালীন একাধিক বন্দির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই নানা ঘটনা ঘটে বলে মনে করেন অনেকেই।
ভুয়ো পাসপোর্ট এবং জাল নথি নিয়ে আমেরিকা প্রবেশের অভিযোগে আনমোলকে পাকড়াও করেছে মার্কিন পুলিশ। জানা গেছে, ভানু প্রতাপ নাম নিয়ে সে দেশে লুকিয়ে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই। আনমোলকে ভারতের হাতে প্রত্যর্পণের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল। মার্কিন প্রশাসন তার বিষয়ে মুম্বই পুলিশকে সতর্ক করে দেওয়ার পরেই তাকে প্রত্যর্পণের ব্যাপারে তৎপরতা শুরু হয়ে গেছে।