আফগানিস্তানে পোলিও টিকা কর্মসূচি। ফাইল ছবি।
শেষ আপডেট: 24th September 2024 09:37
দ্য ওয়াল ব্যুরো: পোলিও টিকা পাচ্ছে না আফগানিস্তানের শিশুরা। তালিবান সরকারের কারণেই এই টিকাকরণ কর্মসূচি বন্ধ হয়ে গেছে সেখানে। রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে সোমবার এমনই অভিযোগ তোলা হয়েছে। যদিও এ বিষয়ে তালিবানের তরফে কোনও বক্তব্য জানা যায়নি।
তবে এই প্রথম নয়। এর আগেও বহুবার এমন অভিযোগ সামনে এসেছে। গোটা বিশ্বে যখন পোলিও নির্মূল করতে টিকাকরণ চলছে লাগাতার, একের পর এক দেশ যখন পোলিওমুক্ত হচ্ছে, তখন আফগানিস্তানে অন্তত ৫৪ জন পোলিও আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ২০২০সালে।
এর পর থেকেই প্রশ্ন উঠে যায় রাষ্ট্রপুঞ্জের টিকাকরণ কর্মসূচি সব দেশের সব প্রান্তে কতটা পৌঁছচ্ছে, তার উপর। নড়ে বসে রাষ্ট্রপুঞ্জও। আফগান সরকারের সঙ্গে নতুন উদ্যমে শুরু করে পোলিও টিকাকরণ অভিযান। তবে সেই সময় থেকেই এই টিকা নিয়ে আপত্তি তুলতে শুরু করে সে দেশের তালিবান গোষ্ঠী।
অভিযোগ, পোলিও টিকাকরণকে ‘শরিয়ত বিরোধী’ হিসেবে চিহ্নিত করে তারা। শুধু পোলিও নয়, শিশুদের অন্যান্য টিকাকরণ নিয়েও বাধা শুরু হয় দেশজুড়ে। এমনকি সরকারি পোলিও টিকাকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। প্রাণ যায় সরকারি স্বাস্থ্যকর্মীর।
এসবের মধ্যেও কোনওমতে চলছিল টিকাকরণ। কিন্তু ২০২১ সালের ১৫ অগস্ট তালিবান আফগানসতান দখল করার পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় পোলিও টিকাকরণের কর্মসূচি। ২০২৩ সালের রিপোর্টে সে দেশে এখনও ১৮ জন পোলিও রোগীর খোঁজ মিলেছে।
এর পরেই এবছরের সেপ্টেম্বর মাসে ফের নতুন করে টিকাকরণ কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছিল ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন। তবে আবারও হামলা হতে পারে, একথা মাথায় রেখে টিকাকরণ নিয়ে বিশেষ নিরাপত্তার কথা ভাবছে রাষ্ট্রপুঞ্জ।