শেষ আপডেট: 21st August 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: দাড়িতেই পুরুষের পরিচয়। ২৮০ জনকে চাকরি থেকে ছেঁটে বুঝিয়ে দিল তালিবান নীতিপুলিশ। এছাড়াও মোট ১৩ হাজার জনকে ‘অনৈতিক আচরণের’ দায়ে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
যদিও আফগানিস্তানের তালিবান সরকারের নৈতিকতা মন্ত্রালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ‘অনৈতিক আচরণে’র দোষে যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের অর্ধেককে মুক্তি দেওয়া হয়েছে। আবার পরিকল্পনা ও আইন পরিচালক মন্ত্রকের রিপোর্ট বলছে গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছে। এইসঙ্গে কয়েক হাজার কম্পিউটার অপারেটরকে অনৈতিক সিনেমা ছড়ানোয় বাধা দেওয়া হয়েছে। কারণ আফগান মৌলবাদী শাসকরা সঙ্গীত, বাদ্য, সিনেমার মতো বিনোদনকে অপসংস্কৃতি বলে মনে করে।
শুধু তাই নয়, শিক্ষার অধিকার থেকেও আফগানিস্তানের মেয়েরা বঞ্চিত। তথ্য বলছে, ১.৪ মিলিয়ন অর্থাৎ ১৪ লক্ষ মেয়েকে ইচ্ছাকৃতভাবে স্কুলে যাওয়া থেকে বঞ্চিত করেছে তালিবান। জারি করেছে বিধিনিষেধ। ইউনেস্কোর মতে, আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।
২০২৩ সালের এপ্রিলে শেষ গণনার পর থেকে এটি ৩ লক্ষ বৃদ্ধি পেয়েছে। ইউনেস্কো আরও বলেছে, নিষেধাজ্ঞা আরোপের আগেও যেসব মেয়েরা স্কুলে যাচ্ছিল না, তাদের যোগ করলে এখন দেশের প্রায় ২৫ লক্ষ মেয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এই হিসাবে আফগানিস্তানের ৮০ শতাংশ মেয়ে শিক্ষা থেকে দূরে। এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ক’দিন আগেই আফগানিস্তানে গৃহযুদ্ধে জিতে ক্ষমতা পুনর্দখলের তৃতীয় বর্ষপূর্তি ধুমধাম করে পালন করে তালিবান। রাজধানী কাবুলের পাশাপাশি কন্দহর, জালালাবাদ, হেরট-সহ বিভিন্ন শহরে সশস্ত্র কুচকাওয়াজ করে। সাঁজোয়া গাড়ি, কামান, এমনকি মোটরবাইকে সওয়ার তালিবান যোদ্ধারাও কাবুল দখলের তৃতীয় বর্ষপূর্তি উৎসবে যোগ দিয়েছিলেন ।