শেষ আপডেট: 13th November 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে ফের একবার আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তালিবান। তারপর থেকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার ধারা অব্যাহত রয়েছে। এতদিনে পাঁচটি এমন ঘটনা সামনে এসেছিল। এবার এল আরও একটি। ভরা স্টেডিয়ামে খুনের দায়ে জেলবন্দি আসামিকে গুলি করল তারা।
বুধবার পূর্ব আফগানিস্তানের গার্দেসের একটি স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে। খুনের দায়ে জেলবন্দি ছিল এক আসামি। তাকেই গুলি করে হত্যা করা হয়েছে। গার্দেসের স্পোর্টস স্টেডিয়ামে সেই মুহূর্তে গিজগিজ করছে লোক। প্রকাশ্যে ওই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে তালিবান শাসকরা।
মঙ্গলবার আফগানিস্তানের রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছিল এই মৃত্যুদণ্ড কার্যকরের 'অনুষ্ঠান' সকলকে দেখতে আসার জন্য। সে দেশের সুপ্রিম কোর্টও মহম্মদ আয়াজ আসাদ নামের এই বন্দিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছিল। আর এই নির্দেশের নথিতে সই করেছিলেন তালিবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুনজাদা। যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তি তালিবান ফের ক্ষমতায় আসার আগে থেকেই খুনের দায়ে জেলে ছিল।
হাবিবুল্লা সইফ কাতাল নামের এক ব্যক্তিকে খুন করেছিলেন আয়াজ। গার্দেস স্টেডিয়ামে হাবিবুল্লার পরিবারের সদস্যদের আনা হয়েছিল। তাদের দিয়েই গুলি চালানো হয়। মহম্মদ আয়াজকে তিনটি গুলি মারা হয়েছে। হাজারো দর্শকের মাঝে তালিবান সরকারের শীর্ষ একাধিক নেতৃত্বও উপস্থিত ছিল।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানের প্রথম শাসনকালে আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার রীতি ভালরকম প্রচলিত ছিল। তবে ২০২১ সালে ফের ক্ষমতায় আসার পর তার হার কমেছে। যদিও বিষয়টি পুরোপুরি বন্ধ হয়নি। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহে তিনজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছিল তালিবান।