শেষ আপডেট: 9th December 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), তারপর সিরিয়া (Syria)। পরপর তিনবার সরকার-বিদ্রোহীদের দাবি অনুযায়ী 'অপদার্থ, অযোগ্য, জনবিরোধী, স্বেচ্ছাচারী' শাসকের বিরুদ্ধে গণ অথবা সশস্ত্র অভ্যুত্থান ঘটল। দেশের সাধারণ মানুষ সাবেক সরকারের কিংবা শাসকের রাজপ্রাসাদ, সরকারি ভবনের দখল নিয়েছে।
শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবন, বাংলাদেশে শেখ হাসিনার বাড়িতে লুটপাট, তছনছ, যথেচ্ছাচারের পর এবার সিরিয়ার পলাতক শাসন বাশার আল-আসাদের (President Bashar al-Assad) রাষ্ট্রপতি ভবনে ঢুকে আমিরের খাজানার হদিশ পেল দেশের দরিদ্র থেকে দরিদ্র জনতা। স্বাভাবিকভাবেই কাঁধে করে পোঁটলায় বেঁধে যে যা পারল নিয়ে হাঁটা দিল।
Former Syrian regime leader Assad, who fled Syria, hoarded luxury vehicles in his palace while Syrians struggled to survive by scavenging through garbage in other countries.
— Abdullah Tanriverdi (@xjourno) December 8, 2024
I spot Lambo LM002, DB9, Ferrari F50, F430, Countach, Audi R8, SLS, Continental GT, Phantom, Audi Q8 + pic.twitter.com/PGEDDKmWjS
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিদ্রোহীরা আসাদের গাড়ির পুরোদস্তুর একটি শোরুমের হদিশ পেয়েছে। সেখানে রয়েছে বিশ্বের বিলাসবহুল গাড়ির অধিকাংশই। যেমন-মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz), ফেরারি (Ferrari), পোর্শে (Porsche), অডি (Audi) এমনকী অস্ত্রবাহী বুলেটপ্রুফ এসইউভি (SUV)। একটি নয় একাধিক গাড়ির সম্ভার রয়েছে সেই গ্যারাজে।
The looting of #Syria’s presidential palace continues. In this video you can see what looks like Assad’s suits and Asma’s shoes in their living quarters. pic.twitter.com/fkBBjqFGT9
— Jason Brodsky (@JasonMBrodsky) December 8, 2024
আল আসাদের ৫৪ বছরের পারিবারিক তন্ত্রের পতন ঘটেছে গত রবিবার। তারপরেই প্রাসাদে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যসহ জনতাও। সেখান থেকে অতি মূল্যবান আসবাব, গয়না, গাড়ি এবং সোনার বাসনপত্র সহ যে যা পেরেছে হাতিয়ে নিয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পুরুষ, নারী-শিশুর দল আসাদের শোওয়ার ঘরের বিছানায় দাপাদাপি করছে। কেউ তাঁর অফিসের টেবিল-চেয়ারে পা তুলে বসে আছে। মোটের উপর ৫ লক্ষ ১০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত আল-রাওডা প্রেসিডেন্সিয়াল প্যালেসের তিনটি সাততলা বাড়ি এবং সংলগ্ন বাগানে হরির লুট চলে।
???? Syrians in #Aleppo topple the statue of Hafez al-Assad, Bashar al-Assad’s father. #Syria pic.twitter.com/3wrVeZ4c5a
— DOAM (@doamuslims) December 1, 2024
জনতা থরে থরে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই প্রাসাদকে জনগণের প্রাসাদ নাম দিয়েছেন তাঁরা। বিদ্রোহীরা প্রাসাদের ভিতরে যত পারিবারিক ছবি ছিল সব ভেঙে চুরমার করেছে। গাড়ির বহরে ছিল যে কোনও জমিতে চলাফেরায় সমর্থ মোটর বাইক ছাড়াও বন্দুক, রকেট লঞ্চার লাগানো সামরিক ট্রাক। এছাড়া লুটের ভাণ্ডারে ছিল দামি জামাকাপড়, কোট-শ্যুট, সোনার কাজ করা চা ও প্লেটের সেট।
কাঁধে করে দুর্মূল্য কাঠের চেয়ার নিয়ে যেতেও দেখা গিয়েছে। বিদ্রোহীরা প্রাসাদের ভিতরে জয়ের প্রতীক হিসেবে ছাদ লক্ষ্য করে গুলিবৃষ্টিও করে। বিদ্রোহীরা যখন ভিতরে তোলপাড় চালাচ্ছে তখন জামাকাপড় হাতে একজনকে সেল, সেল বলে চিৎকার করতেও শোনা গিয়েছে ভিডিওতে।