শেষ আপডেট: 10th December 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: 'বিপ্লব' শেষ। স্বৈরাচারী শাসকের পতনের পর নতুন সিরিয়া (Syria) গঠনের কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু, এরমধ্যেই ইঙ্গিত মিলেছে অর্ধ শতাব্দী জুড়ে নির্যাতনের প্রতিশোধপর্বের। বিদ্রোহী নেতা আবু মহম্মদ আল-জোলানি (Abu Mohammed al-Jolani) মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব শীঘ্রই নতুন প্রশাসন একটি তালিকা প্রকাশ করবে। যাতে যুগ যুগ ধরে সিরীয় জনতার উপর অত্যাচার চালানো পদস্থ অফিসার ও লুকিয়ে থাকা শাসক আসাদ পরিবারের লোকজনের নাম থাকবে।
বিদ্রোহী নেতা আবু মহম্মদ আল জোলানির প্রকৃত নাম আহমেদ আল-শারা (Ahmed al-Sharaa)। আপাতত তিনি আসল নামটাই ব্যবহার করা পছন্দ করছেন। এদিন টেলিগ্রামে (Telegram) তিনি জানিয়েছেন, আসাদ জমানার যুদ্ধাপরাধী শীর্ষস্থানীয় সেনা ও নিরাপত্তা অফিসারদের সম্পর্কে খোঁজ দিতে পারলে আমরা সেই ব্যক্তিকে ইনাম দেব। পলাতকী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (Bashar al-Assad) নাম না করে জোলানি আরও বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরও দেশে ফিরতে বলা হচ্ছে।
দামাস্কাসের (Dmascus) কাছে একটি হাসপাতালের মর্গ থেকে প্রায় ৪০টি দেহ উদ্ধার করেছে বিদ্রোহী গোষ্ঠী। তাঁদের প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে দাবি। এদিকে, রাশিয়ার ডাকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UNSC) জরুরি বৈঠকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বন্ধ দরজা আলোচনায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির দূতরা অপেক্ষা ও পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, আবু মহম্মদ আল-গোলানি ওরফে আহমেদ আল-শারা সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়জল মেকদাদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা দুজনেই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন এবং তদারকি সরকার গড়ার কাজে ও ক্ষমতা হস্তান্তরে সহযোগিতার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আল জাজিরা নামে সংবাদমাধ্যম জানিয়েছে, মহম্মদ আল-বশির (Mohamed al-Bashir) অন্তর্বর্তী সরকারের মুক্তি সরকারের প্রধান হবেন।
কে এই মহম্মদ আল-বশির?
আসাদ জমানায় বিদ্রোহীদের দখলে থাকা একটি অঞ্চলের প্রশাসক ছিলেন বশির। ইসলামি সংগঠন হায়াত তাহরির আল-শামের কোর গ্রুপেও ছিলেন। উত্তর-পশ্চিম সিরিয়া এবং ইদলিবের একাংশে চলা সমান্তরাল প্রশাসন বা মুক্তি সরকারের প্রধান ছিলেন তিনি।
বশির পেশায় একজন ইঞ্জিনিয়ার ও রাজনীতিক। এইচটিএস প্রশাসনের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৬ সালে ইদলিবের জাবাল জাওয়াইয়া এলাকায় তাঁর জন্ম। তাঁর সিভি বলছে, তিনি ইঞ্জিনিয়ারিং ছাড়াও আইন এবং প্রশাসনিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। এরপর দূরসংযোগে উচ্চশিক্ষার জন্য আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিন বছর অ্যাডভান্সড ইংলিশ কোর্স সম্পূর্ণ করেন বশির। এমনকী ২০২১ সালে তিনি শরিয়ত আইনেও ডিগ্রি লাভ করেছিলেন।