শেষ আপডেট: 8th December 2024 19:43
কলকাতা ব্যুরো: সময় যত গড়াচ্ছে বাশার আল আসাদকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। সিরিয়ার রাজধানী শহর দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। তারপরই দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার। তিনি দেশ ছাড়তেই মুখ থুবড়ে পড়েছে সরকার।
বর্তমানে তিনি কোথায় রয়েছেন? আদৌ বেঁচে আছেন কী না তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক রিপোর্ট উঠে আসছে। কেউ দাবি করছে, বিমানে চেপে রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। অনেকে বলছেন, দেশ ছাড়লেও মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেছে আসাদের বিমান। এরপরই জল্পনা শুরু হয়ে গেছে তবে কী মাঝ আকাশে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল সিরিয়ার প্রেসিডেন্টের?
এমন আশঙ্কার কারণ, রাডার থেকে আচমকা উধাও হয়ে গেছে আসাদের বিমান। অনেক ট্র্যাক করেও তার যাত্রাপথের কোনও রুট খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট বাশারের বর্তমান পরিস্থিতি কী তা জানতে অপেক্ষায় বসে আছে গোটা বিশ্ব।
শেষ পাওয়া খবরে জানা গেছে, এদিন বিদ্রোহীরা যে সময়ে দামাস্কাসের দখল নেয় সে সময়েই সিরিয়ার মাটি ছাড়ে আসাদের বিমান। ধীরে ধীরে সেটি দেশটির উপকূলের দিকে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ইউটার্ন করে বলে খবর। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ওয়েবসাইটের লাইভ মানচিত্র থেকে উধাও হয়ে যায়।
মনে করা হচ্ছে হোমস শহর পেরনোর আগেই বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে আসাদের বিমানটি। তারপর বন্দুকবাজরাই বিমানটিকে গুলি করে নামিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অনেকে বলছেন সিরিয়ার প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। কিন্তু অনেকেই আবার সেই আশায় জল ঢেলে পরিষ্কার জানিয়েছেন, ভাল তবিয়তে রয়েছেন তিনি। নিজের অস্তিত্ব যাতে কেু খুঁজে না পায় তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন বাশার।
সিরিয়ায় প্রেসিডেন্টের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হতেই তাঁর প্রাসাদে ঝাঁপিয়ে পড়ে আমজনতা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসস্থানে ঢুকে চলে লুটপাট। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তাঁরা অবাধে নানা সামগ্রী কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।
সিরিয়ার আমজনতা যে শুধুমাত্র প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাট চালাচ্ছে, তা নয়। বাশার আল-আসাদের একটি মূর্তিও ভাঙচুর করেছে তারা। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।