শেষ আপডেট: 5th February 2025 10:31
দ্য ওয়াল ব্যুরো: সুইডেনের মধ্যাঞ্চলে একটি শিক্ষাকেন্দ্রে এক বন্দুকবাজের এলোপাথাড়িতে গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরের রিজবেরগস্কা স্কুলে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। সুইডেনের ইতিহাসে এর আগে এরকম ঘটনা ঘটেনি। এটি একটি বয়স্কদের শিক্ষা প্রতিষ্ঠান।
সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেছেন, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। গোটা দেশের বুকে এই হত্যাকাণ্ড শোকের গভীর ছায়া নিয়ে এসেছে। সুইডেনের ইতিহাসে এটাই সবচেয়ে মারাত্মক গণহত্যাকাণ্ড। তবে কী কারণে ওই বন্দুকবাজ এরকমটা করেছে তা এখনও অজানাই থেকে গিয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় ১১ জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। সে একাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যাঁরা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে। প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে নিষেধ করে। যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে আপাতদৃষ্টিতে জঙ্গি কার্যকলাপ নেই বলেই ধারণা পুলিশের।