শেষ আপডেট: 13th September 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। কিন্তু এখনও ফিরতে পারেননি তাঁরা। কবে পৃথিবীতে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। তবে এবার মহাকাশ থেকেই একটি সাংবাদিক সম্মেলন যোগ দেবেন তাঁরা। নাসায় স্পেস কলটি স্থানীয় সময় বেলা দুপুর ২.১৫ নাগাদ ও ভারতীয় সময় ভোর ৪.৪৫-এ হবে বলে জানিয়েছে ইউএস স্পেস এজেন্সি।
তৃতীয়বারের জন্য মহাকাশ অভিযানে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা। গত ৫ জুন নাসার তরফে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন তিনি। আন্তর্জাতিক স্পেস স্টেশনের একটি ভিডিওয় দেখা গিয়েছিল, আনন্দে হাততালি দিয়ে নেচে নেচে স্পেস স্টেশনে ঢুকছেন তিনি।
তারপর পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুল গত শুক্রবার রাতে ফিরে এসেছে পৃথিবীতে। নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে নিরাপদভাবে অবতরণ করেছে সেটি।
অন্যদিকে স্পেস স্টেশনেই রয়েছেন সুনীতা ও ব্যারি। জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে নাসা যে যান তৈরি করেছে সেটাতেই ফিরবেন দুই মহাকাশচারী।