শেষ আপডেট: 12th March 2025 10:10
সপ্তাহান্তেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা ও বুচ, যা মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
গত বছরে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে ১০ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে আর ফেরা হয়নি। অবশেষে, এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রিউ-১০ মিশনের সাহায্যে তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসেই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা সম্ভব নয় বলে জানিয়ে দেয় নাসা। বলা হয়েছিল, স্পেস এক্স-এর যে রকেট তাঁদের উদ্ধারের জন্য পাঠানোর কথা তা লঞ্চ করতে সময় লাগবে। নাহলে সুনীতাদের জায়গা অন্য কেউ নিতে পারবেন না। স্পেস স্টেশন ফাঁকা রাখা যাবে না বলে উদ্ধারকাজে যাওয়া সম্ভব হয়নি।
কদিন আগেই সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে স্পেস এক্স কর্তা ইলন মাস্ককে গুরুদায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দাবি করেছিলেন, বাইডেন প্রশাসনের জন্যই তাঁদের এতদিন আটকে থাকতে হচ্ছে মহাকাশে। যদিও নাসা বারংবার দাবি করেছে, তাঁরা কেউই আটকে নেই, বরং স্পেস স্টেশনে ভাল আছেন, সুস্থ রয়েছেন।
সম্প্রতি নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ।
সুনীতারা যখনই পৃথিবীতে ফিরে আসুন তার আগে একাধিক প্রস্তুতি নিতে হবে তাঁদের। কারণ দীর্ঘ সময়ে মহাকাশে থাকার কারণে মহাকাশচারীদের শরীরে বহু পরিবর্তন আসে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল আসে। কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মহাকাশের বিরাট তফাৎ। কদিন আগে স্পেসওয়াক করে নিজেদের শরীর আরও কিছুটা 'সচল' করেছেন সুনীতারা।