শেষ আপডেট: 15th March 2025 08:45
দ্য ওয়াল ব্যুরো: আবারও পিছিয়ে গেল মিশন! আবারও সংশয় তৈরি হল সুনীতা উইলিয়ামসদের (Sunita Williams) পৃথিবীতে ফিরে আসা নিয়ে। কারণ নির্ধারিত দিন এবং সময়ে রকেট লঞ্চ করতে পারেনি নাসা-স্পেস এক্স (NASA-Space X)। আগামী ১৯ মার্চ মহাকাশে প্রায় ১০ মাস আটকে থাকা সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে ফিরিয়ে আনার কথা ছিল এই রকেটের। কিন্তু এখন আর তা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
১২ মার্চ নাসা-স্পেস এক্সের রকেটের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চের মাত্র ঘণ্টাখানেক আগে সেই রকেটে ত্রুটি ধরা পড়ে! সেই কারণে মিশন বাতিল করতে বাধ্য হয় তাঁরা। জানা গেছে, রকেটের হাইড্রোলিক সিস্টেমে কিছু গন্ডগোল হয়েছে, যার জন্য রকেট লঞ্চ করা যায়নি। ভিতরে থাকা চারজন মহাকাশচারীকেও সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে।
নাসা জানিয়েছিল, ১২ মার্চ ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর ক্রিউ-১০ মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে। কিন্তু তেমনটা হল না। এই ব্যাপারে স্পেস-এক্সও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাঁরা রকেট লঞ্চ করতে পারেনি। যে সমস্যা হয়েছে তার দ্রুত সমাধান করা গেলে শুক্রবার ফের একবার রকেট লঞ্চের ব্যবস্থা করবে নাসা।
Standing down from tonight's launch opportunity of @NASA's Crew-10 mission to the @Space_Station
— SpaceX (@SpaceX) March 12, 2025
গত বছর বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে ১০ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে আর ফেরা হয়নি। পরে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রিউ-১০ মিশনের সাহায্যে তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাসা অনেক আগেই স্পেস-এক্সের সঙ্গে কাজ করছিল। তবে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এলন মাস্কের সাহায্য চেয়েছিলেন।
সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান হবে তাতে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। আগামী দিনে তাঁরাই থাকতে চলেছেন স্পেস স্টেশনে।